আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১
বিয়ের মাত্র চার মাস, পরিবারের দাবি হত্যা!

হাটহাজারীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

মাহমুদ আল আজাদ, হাটহাজারী : | প্রকাশের সময় : বুধবার ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ০৯:০৯:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

কন্যা সন্তান বড় হলে বিয়ের জন্য চিন্তায় পড়ে যায় বাবা মা।কি ভাবে মেয়েকে বিয়ে দেবে!মেয়ের জামাই কেমন হবে ! শশুর বাড়ির লোকজন কেমন হবে। অবশেষে বিয়েও দিয়ে দেয়। বিয়ের পরে বড় টেনশনে থাকে বাবা মা আমার মেয়েটা সুখে শান্তিতে আছে তো? মেয়ের সুখের জন্য অনেক বাবা মা পথের ফকিরও হয়ে যায় যৌতুকের বলির কারনে। বাবা যখন শুনতে পাই  তার আদরের মেয়ে আর বেঁচে নেই,শশুর বাড়িতে ঝুলন্ত লাশ হয়ে পড়ে আছে নিথর দেহ। তখন সেই হতভাগা বাবা মায়ের  মুখের ভাষায় কি থাকে? এমনি একটি ঘটনা ঘটেছে হাটহাজারী পৌরসভার  ৪ নং ওয়ার্ড আলীপুর হাজী কবির আহমদের বাড়ীতে। বিয়ের মাত্র চার মাস না যেতেই প্রবাসী ওয়াহিদুল আলম মঞ্জুর স্ত্রী মেহেরুন্নেসার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ। বুধবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে পুলিশের একটি টিম  প্রবাসী মঞ্জুর বসত ঘর থেকে  ফ্যানের সাথে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়।

 

নিহত মেহেরুন্নেছা(২১)  চিকনদন্ডী ইউনিয়নের ৪নং ওয়ার্ড লাল মিয়া মিস্ত্রীর বাড়ীর আবদুল কাদেরের মেয়ে বলে জানা যায়।

 

 

সরেজমিনে গিয়ে  পরিবার ও থানা পুলিশ সুত্রে জানা যায়,গত অক্টোবরের ২৪তারিখ পৌর এলাকার আলীপুর বশির আহমদের পুত্র  প্রবাসী ওয়াহিদুল আলম মঞ্জুর সাথে চিকনদন্ডী ইউনিয়নের আবদুল কাদেরের মেয়ে মেহেরুন্নেসার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের সংসার স্বাভাবিক ভাবেই চলছিল।গত মাসে নিহতের স্বামী প্রবাসে পাড়ি দেয়।বাড়িতে শ্বশুর,শাশুড়ী দেবর, ও দেবরের বৌ একসাথে বসবাস করে।গতকালও স্বাভাবিক ছিল বলে দেবর সাইফুল দাবি করেন। কিন্তু সকালে যখন নাস্তা খেতে উঠেনি তখনি বাইরের লোকজনে নিয়ে দরজা ভেঙ্গে নিহতের রুমে ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় মেহেরুন্নেসাকে ঝুলন্ত দেখতে পায়। পরে থানা পুলিশকে খবর দিলে থানার এস আই আলী আকবর লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ মর্গে প্রেরণ করেন। শশুর বাড়ির লোকজন আত্মহত্যার দাবি করলেও নিহতের পরিবার তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে  দাবি করেন।এ বিষয়ে থানায় একটি হত্যার প্ররোরচনা মামলা রুজু হয়েছে।নিহতের দেবর সাইফুলকে পুলিশি হেফাজতে নিয়েছে বলেও জানা যায়।

 

 

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মনিরুজ্জামান বলেন,প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে।ময়নাতদন্তের জন্য চমেক মর্গে প্রেরণ করেছি।রিপোর্ট পেলে নিহতের কারন জানা যাবে।পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।