আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

হাটহাজারীতে দরিদ্র ১০০ শিক্ষার্থীর দায়িত্ব নিলেন মেম্বার নুর হোসেন

মাহমুদ আল আজাদ হাটহাজারী প্রতিনিধিঃ | প্রকাশের সময় : শনিবার ১৪ জানুয়ারী ২০২৩ ১১:০২:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

টাকার অভাবে ভর্তি হতে না পারা ও শিক্ষা জীবন থেকে  ঝড়ে যাওয়া ১০০জন শিক্ষার্থীদের ভর্তির  ব্যক্তিগত অর্থ দিয়ে দায়িত্ব নিলেন১২নং চিকনদন্ডী ইউনিয়নের ২নং ওয়ার্ড ইউপি মেম্বার মোঃনুর হোসেন। সেই সাথে আরো প্রায় ৪০শিক্ষার্থীর কোচিং পড়ানো বেতনের দায়িত্বও নিয়েছেন।সমাজের দরিদ্র অসহায় পরিবারের বিভিন্ন স্কুল,কলেজ,মাদরাসার ১০০জন শিক্ষার্থীদের পরিবারের হাতে প্রায় দেড় লক্ষ ভর্তির টাকা অনুদান তুলে দেন।শনিবার সন্ধ্যায় ইউপি মেম্বার নুর হোসেনের কার্যালয়ে এ অনুদান প্রদান করেন।এতে পরিবারগুলোর মুখে হাসি ফুটেছে।

 

এসময় কয়েকজন অভিবাবক জানান,মনে করেছিলাম ছেলে মেয়েদের এ বছর থেকে পড়ালেখা আর করাদে পারবনা।ঝড়ে যেত আমাদের স্বপ্ন।খুব টেনশনে ছিলাম।কিন্তু আমাদের মেম্বার নুর হোসেন আমাদের ছেলেমেয়েদের ভর্তি,বইপুস্তক সহ কোচিং পড়ানোর দায়িত্ব নিয়েছে।যার কারনে আবারো ছেলেয়েদের পড়ালেখার স্বপ্ন দেখেছি।এরকম প্রতিটি ইউনিয়নে যদি জনপ্রতিনিধিরা দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের পাশে দাড়ায় তাহলে সমাজ থেকে কখনো ভালো মেধাবী ছাত্রছাত্রীরা ঝড়ে পড়বেনা।কোন পরিবারের স্বপ্ন ভাঙ্গবেনা। এসময় মেম্বারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পরিবারগুলো।

 

চিকনদন্ডী ইউনিয়ন মেম্বার মোঃনুর হোসেন জানান,শিক্ষা মানুষের মেরুদণ্ড,শিক্ষা থেকে বঞ্চিত হলে বর্তমানে ছেলেমেয়েরা তারা বিপদগামী হবে।তাই আমার ওয়ার্ডের কিছু পরিবার যখন অর্থের অভাবে ছেলে মেয়েদের বিদ্যালয়,কলেজ,মাদরাসায় ভর্তি করাতে পারছেনা,তখনি ব্যক্তিগত ভাবে ১০০জন পরিবারের ছেলে মেয়েদের ভর্তি,বইপুস্তক সহ কোচিংয়ের দায়িত্ব নিয়েছি।ইনশাআল্লাহ যতদিন আল্লাহ হায়াত রাখবে এ কাজে জড়িত থাকব।