পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করে চট্টগ্রামের হাটহাজারীতে জলাধার(পুকুর) ভরাটের দায়ে মোঃ লোকমান নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে হাটহাজারী পৌরসভার ৪নং ওয়ার্ড আলীপুর এলাকায় বালি দিয়ে জলাধার ভরাট করার সময় এ অভিযান পরিচালানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.শাহিদুল আলম।এসময় জড়িত লোকমানকে আটক করা হয়। অভিযানের সত্যতা স্বীকার করে ইউএনও জানান, পরিবেশ আইন লঙ্ঘন করে পুকুর ভরাট করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুসারে লোকমান নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ ও জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।