হাটহাজারীতে নাজমু আকতার মিরা(২২) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।রবিবার(৩০এপ্রিল)সকাল সাড়ে ৯টার দিকে মির্জাপুর এলাকার নিজ টিন সেট ঘরের তীর থেকে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত গৃহবধুর লাশটি উদ্ধার করে।নিহত মিরা মির্জাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ফজল হক মেম্বারের বাড়ির দিনমজুর ইসমাঈলের স্ত্রী।তাদের সংসার জীবনে ১বছরের শিশু সন্তান রয়েছে। অপর দিকে শনিবার রাত মেরী দত্ত (৫২) নামে এক মহিলার মরদেহ উদ্ধার করেছে মডেল থানার পুলিশ। রাত ১০টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পুণ্ডরীক ধাম এলাকার একটি শ্মশানের পার্শ্ববর্তী পুকুরপাড় থেকে মডেল থানার এসআই মোহাম্মদ বেলালের নেতৃত্বে লাশটি উদ্ধার করা হয়। মেরী দত্ত পার্শ্ববর্তী উপজেলা ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের বারমাসিয়া এলাকার দত্ত বাড়ির কানু দত্তের স্ত্রী বলে জানা গেছে। পরিবার জানায়, মহিলাটি শনিবার সকালে তার নিজ এলাকা থেকে হারিয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার হারিয়ে যাওয়ার সংবাদ প্রচার করা হয়। থানা সুত্রে জানা যায়, সকাল ৯টার দিকে ফোনে ঝুলন্ত লাশের সংবাদ পেলে থানার উপ-পরিদর্শক মশিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে লাশ।উদ্ধার করে পরে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।এর আগের দিন মাগরিবের পর জমি থেকে এক কৃষক বাড়ি ফেরার পথে পুকুরপাড়ে ওই মহিলার মরদেহ পড়ে থাকতে দেখে। বিষয়টি জানাজানি হলে পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে তার মুখে ফেনা এবং পাশে সেভেন আপের একটি বোতল দেখা গেছে বলেও জানান স্থানীয়রা। লাশ দুটি ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে থানার ওসি রুহুর আমিন সবুজ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সাথে কথা বলেন।এসময় তিনি প্রতিবেদককে বলেন,লাশ উদ্ধার হয়েছে।কি কারনে ঘটেছে ময়না তদন্তের রিপোর্ট পেলে ও তদন্ত করে আইনানুগত ব্যবস্থা গ্রহন করব।এখনো দুই ভিকটিম পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেয়নি।