আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১
পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ড

হাটহাজারীতে কৃষি জমি ভরাট ও মহাসড়ক দখল

মাহমুদ আল আজাদ হাটহাজারী প্রতিনিধি: | প্রকাশের সময় : শুক্রবার ২০ জানুয়ারী ২০২৩ ১০:১৬:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

হাটহাজারীর মেখলে নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কৃষিজমি ভরাট ও অবৈধভাবে মহাসড়ক দখল করায় মোঃনাজিম উদ্দিন (৪২)নামের এক ব্যক্তিকে ৫লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।শুক্রবার (২০জানুয়ারী)মেখল ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ফের কৃষি জমি ভরাট ও মাটি দিয়ে মহাসড়ক দখল করায় এ জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম।নাজিম উদ্দিন ,উত্তর মেখলের আবদুল গফুরের পুত্র। উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়,গত কিছুদিন আগেও মাটি খেঁকো একটি চক্র চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের পাশে ইছাপুর বাজার এলাকায় কৃষিজমি ভরাট সহ মহাসড়কের একাংশ দখল করে নিয়েছে।যার কারনে কৃষি জমি ও আশপাশের পরিবেশ হুমকির মুখে পড়েছে।কিছুদিন আগেও উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০হাজার টাকা জরিমানা করে।কিন্তু আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফের কৃষি জমিতে মাটি ভরাট করছে চক্রটি।সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে মাটি খেঁকো চক্রকে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫লক্ষ টাকা জরিমানা করা হয়।অভিযানে হাটহাজারী মডেল থানার ফোর্স,মেখল ১ও ৩নং ওয়ার্ড মেম্বারগন উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম বলেন, “কৃষি জমি সুরক্ষা ও নিরাপদ মহাসড়ক নিশ্চিত করতে হাটহাজারীতে বিভিন্ন সময় মাইকিং করা হয়েছে ও আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। আজকের অভিযানটিও তার অংশ। কৃষি জমি সুরক্ষা ও মহাসড়ক নিরাপদ রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।