হাটহাজারীতে লাইসেন্স ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।মঙ্গলবার সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন নির্বাহী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রায়হান। ড্রাইভিং লাইসেন্স না থাকার পরেও গাড়ি চালানোর অপরাধে কয়েকজনকে জরিমানা করা হয়েছে।এ সময় বিআরটিসি, নতুন পাড়া ব্রিজ এলাকা সহ কয়েকটি স্থানে ঝটিকা অভিযান পরিচালনা করেন। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রায়হান । এ সময় ড্রাইভিং লাইসেন্স না থাকা, ট্যাক্স টোকেন সার্টিফিকেটের মেয়াদ উত্তীর্ণ হওয়া সহ ফিটনেস সার্টিফিকেট না থাকার কারণে ৭ টি বিভিন্ন গাড়ির চালকে ৪০০০ টাকা জরিমানা করা হয়।