অনুমোদনবিহীন লটারি টিকিট বিক্রির সময় ৩ সিএনজি আটক করেছে উপজেলা প্রশাসন। রবিবার (২৫ ডিসেম্বর) সদরের বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম টিকিট সহ তিনটি সিএনজি আটক করে।এসময় প্রতারণার দায়ে ভ্রাম্যামান আদালত পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা করেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিদুল আলম জানান, একটি চক্র গত কয়েকদিন ধরে হাটহাজারীর বিভিন্ন স্পটে লটারি টিকিট বিক্রয়ের মাধ্যমে প্রতারণা করে আসছে। কয়েকজনের অভিযোগে অভিযান চালিয়ে ৩টি সিএনজি আটক করা হয়। পরে হাটহাজারীর মেখলের বাসিন্দা টিকিট বিক্রয়কারী আবুল কাশেম, মোঃ জুয়েল, মোঃ রাশেদ প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আটককৃত তিনটি সিএনজি সংশ্লিষ্টদের মালিকদের ক্ষেত্রমতে দন্ড/মুচলেকার মাধ্যমে হস্তান্তর করা হবে। যেকোন প্রকার প্রতারণামূলক লটারি ও বিজ্ঞাপনের বিষয়ে সতর্ক করা হচ্ছে। এ বিষয়ে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।