আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

হযরত শাহ্ ছুফি আলী রজা কানু শাহ্ (রহঃ)ওরছ কাল

নিজস্ব প্রতিবেদক, আনোয়ার : | প্রকাশের সময় : রবিবার ১৪ জানুয়ারী ২০২৪ ০৫:২২:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

আনোয়ারা ওষখাইন আলী নগর দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শাহ ছুফি আলী রজা প্রকাশ কানু শাহ্ (রহঃ) বার্ষিক পৌষ বিষু ও ওরছ মোবারক আগামীকাল সোমবার দরবারের বিভিন্ন মঞ্জিলে অনুষ্ঠিত হবে।

 

এ উপলক্ষে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে ভক্ত অনুরক্ত ও মুরিদরা ওষখাইন দরবারে এসে জড়ো হতে শুরু করেছেন। এদিকে রজায়ী দরবার শরীফে আজ খতমে বুখারী শরীফ অনুষ্ঠিত হবে।এতে দেশ বরণ্য বহু ওলামায়ে কেরামগণ উপস্থিত থাকবেন। আখেরী মোনাজাত পরিচালনা করবেন পীরজাদা আলহাজ্ব মোহাম্মদ খোরশেদুল্লাহ রজায়ী (মাঃজিঃআঃ)।এতে দরবারের সকল আশেক ভক্ত মুরিদানদের পীরজাদা নাঈম উদ্দীন রজায়ী ও শাহজাদা ইমাম উদ্দীন রজায়ী আমন্ত্রণ জানিয়েছেন।