কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পাঠাগার বিষয়ক সম্পাদক মো.রমজান আলী হত্যা মামলার প্রধান আসামি মো.শহিদুল ইসলাম হৃদয়কে (১৯) গ্রেফতার করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) আবুল কালাম সাহিদ জানান, হত্যা মামলার প্রধান আসামি হৃদয়কে ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১৯ জুন) দুপুরে সিএমপি সদর দপ্তর মিডিয়া সেন্টারে প্রেস কনফারেন্সে বিস্তারিত জানানো হবে।
প্রসঙ্গত, গত ১৬ জুন সন্ধ্যা সাড়ে সাতটায় চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর গ্রামের সাত নম্বর ওয়ার্ডের নুর মোহাম্মদের মুদির দোকানের সামনে চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে সদস্য পদে জয়ী সাইদুল হক মেম্বারের অনুসারীরা পরাজিত সদস্য প্রার্থী ইসহাকের অনুসারী স্বেচ্ছাসেবক লীগ নেতা মো.রমজান আলীকে মারধর ও ছুরিকাঘাত করেন। রাত পৌনে ৯টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রমজান আলী উপজেলার ইছানগর এলাকার বাদশা ফকিরের ছেলে।