দোহাজারী পৌরসভা ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ৪ জানুয়ারী (বুধবার) দোহাজারী চত্বরে আলোচনা সভা, শিক্ষা উপকরণ বিতরণ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য তুর্য্য বড়ুয়ার সভাপতিত্বে ও নাইমুল ইসলাম আকাশের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সদস্য বোরহান উদ্দিন গিফারী। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা যুবলীগ নেতা সাইদুল কবির চৌধুরী সায়েম, ফরমান, দেলোয়ার, ইউপি সদস্য মমতাজ বেগম লিলি। বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা নাহিয়ান হোজাইফ রনি, ইলিয়াস বিন সাঈদ, আবির দাশ রুবেল প্রমুখ। সভায় বক্তারা বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীকে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রাণঢালা শুভেচ্ছা জানিয়ে বলেন, আমাদের মিলিত লড়াই, ঐক্যবদ্ধ পথ চলা, ইস্পাতদৃঢ় প্রত্যয় দেশরত্ন শেখ হাসিনার ঐতিহাসিক ও নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করবে। স্বদেশপ্রেমের অংশ হিসেবেই তরুণ প্রজন্মের দায়িত্ব এবং রায় স্মার্ট বাংলাদেশের পক্ষে, জনগণের বিজয় নিশ্চিতের অবিকল্প সারথি শেখ হাসিনার পক্ষে। সভা শেষে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।