আজ শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

সীতাকুন্ডে শীপ ব্রেকিং ইয়ার্ডে বিস্পোরনের ঘটনায় এক শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সীতাকুন্ড : | প্রকাশের সময় : রবিবার ৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৭:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

সীতাকুন্ডে জাহাজ কাটিংয়ের সময় গ্যাসের ট্যাংকি বিস্পোরনের ঘটনায় এক শ্রমিকের মৃত্য হয়েছে। রবিবার দুপুর সাড়ে ৩টায় ঢাকা বার্ণ ইউনিটে মৃত্যু বরন করে। শ্রমিক আহমুদুল্লা (৩৮) নোয়াখালী জেলার বেগম গঞ্জ থানার আবদুল্লা পুর গ্রামে মোমিন মাস্টার বাড়ির সাহেদ উল্লার পুত্র।

জানাযায়, জাহাজ কাটিংয়ে সময় অসাবধানতাবশত গ্যাস ট্যাংকিতে আঘাত লাগার সাথে বিস্পোরন ঘটে। বিস্পোরনের আগুনে ছড়িয়ে ঝঁলসে যাওয়া গুরুত্বর আহত শ্রমিকদের উদ্ধারের পর হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। পরে আহত শ্রমিকদের মধ্যে মো. কাসেম, আল আমিন, আবদুল্লা,করিমুল,বরকত ও আনোয়ারকে ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে বলে জানান চট্টগ্রাম মেডিকেলের কর্তব্যরত ডাক্তার।

উল্লেখ্য, সোনাইছড়ি ইউনিয়নের তেতুল তলা সাগর পাড়ে অবস্থিত এস এন কর্পোরেশন শীপ ব্রেকিং ইয়ার্ডে বিস্পোরনে ১২ শ্রমিক আহত হয়। আহতদের উদ্ধারের পর হাসপাতালে প্রেরন করে ফায়ার সার্ভিস। পরে খবর পেয়ে ঘটনার তদ্বন্তে করে থানার ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ।

এ বিষয়ে মডেল থানা কর্মকর্তা রাজিব পুদ্দার বলেন,‘ শীপ ব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনায় তাৎক্ষনিক কোনো শ্রমিকের মৃত্যু হয়নি। চিকিৎসারত শ্রমিকদের অবস্থা আশংকাজনক হওয়ায় ৮ জনকে ঢাকা পাঠনো হলে বিকেল সাড়ে ৩টায় একজন শ্রমিক মৃতূ হয়েছে।