আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

সীতাকুন্ডে শিকারীর ফাঁদে হরিন, দুই হরিন জব্দ

নিজস্ব প্রতিবেদক, সীতাকুন্ড : | প্রকাশের সময় : সোমবার ৪ মার্চ ২০২৪ ০৮:৩৭:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

সীতাকুন্ডে শিকারীর পাতানো ফাঁদে আটকা পড়েছে দুই হরিন। পরে খবর পেয়ে দুই হারিনকে আহতবস্থায় উদ্ধার করেছে বনবিভাগ। সোমবার দুপুরে সৈয়দপুর ইউনিয়নের উপকূলী সংরক্ষিত বন হতে হরিন দুটি উদ্ধারের পর চিকিৎসা প্রদান করেছে প্রাণী সম্পদ হাসপাতাল।

জানাযায়, সৈয়দর্পু ইউনিয়নের বগাচতর উপকূলীয় বনে শিকারীর পাতানো ফাঁদে আটকা পড়ে দুই হরিন। এ সময় হরিনের আওয়াজ শুনে বনবিভাগকে খবর দেয় স্থানীয়রা। পরে হরিন দুটিকে উদ্ধার করে উপকূলীয় রেঞ্জে আনা হলে আহত হরিনকে চিকিৎসা প্রদানে প্রাণী সম্পাদ হাসপাতালে প্রেরন করেন বন কর্মকর্তা। এসময় গুরুত্ব আঘাতপ্রাপ্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় একটি হরিন মারা যায়। অপর আহত হরিনের অবস্থার উন্নতি হলে পূনরায় বনাঞ্চলে অবমুক্ত করা হবে বলে জানান বন কর্মকর্তা মো. কামাল উদ্দিন।