আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

সীতাকুন্ডে মাসব্যাপী ফুল উৎসবের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সীতাকুন্ড : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৫ জানুয়ারী ২০২৪ ০৯:০০:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

সীতাকুন্ডে মাসব্যাপী ফুল উৎসবের আয়োজন করছে চট্টগ্রাম জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে ফুল উৎসবের ফৌজদারহাটস্ত ডিসি পার্কে ফুল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসক আবুল বাসার মো খায়রুজ্জামানের সভাপতিত্বে আয়োজি ফুল উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রি পরিষদ সচিব মো. মাহবুব হোসেন। 

এ সময় মঞ্চে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মেজবাহ উদ্দিন, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার তোয়াফেল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রি পরিষদ সচিব বলেন,‘ ফুলের মতো জাতী ঘঠনের লক্ষে ফুলের পার্কটি স্থাপন করা হয়েছে। মাদকের আস্তানা হয়ে উঠেছে ফুলের বাগান। সুন্দর মনের মানুষ হতে হলে ফুলকে বাসতে হবে। স্মার্ট বাংলাদেশ বির্নিমানে অর্থনীতির উন্নয়নের পাশাপাশী সুন্দও সুশৃংখল জাতি গঠনের বিকল্প নেই। 

জেলা প্রশাসক বলেন,‘ দীর্ঘ বছর সরকারী জায়গা দখলে রেখে মাদকের রাজ্য গড়ে তুলেছিল একটি চক্র। ১৯৪ একর জায়গা উদ্ধার করে ফুলের বাগান গড়া হয়েছে। ২৩ জানুয়ারী থেকে ২৩ ফেব্রæয়ারী মাসব্যাপী ফুল উৎসবের আয়োজন করা হয়েছে।