আজ শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

সীতাকুন্ডে ডায়াগনস্টিক ল্যাব হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক,সীতাকুন্ড : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৪ জুন ২০২২ ০২:৩৬:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

সীতাকুন্ডে ডায়াগনস্টিক ল্যাব পদির্শন করেছেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা। মঙ্গলবার সকালে পৌরদরে অবস্থিত ল্যাব পরিদর্শন করে টেকনলজিস্ট না থাকায় মা ডায়াগনস্টিক ল্যাব সাময়ীকভাবে বন্ধ করে দেয়া হয়। এ সময় জনতা নামের অপর ল্যাবকে লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র ও কালেক সেন্টার আধুনিকায়নে এক সপ্তাহ সময় বেঁধে দেন কর্মকর্তা। এছাড়া সকল ব্যবস্থাপনা ঠিক থাকায় মেডিকেয়ারল্যাবকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। পরির্দনকালে পুলিশ কর্মকর্তাসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

পরিদর্শন শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন,‘ লাইসেন্সবিহীন ল্যাব বন্ধে স্ব্স্থ্যা অধিদফতরের নির্দেশনা মোতাবেক মোবাইল কোর্ট ও পরিদর্শন কার্যক্রম চলমান রয়েছে। নিয়মবর্হিবুত কোনো ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল পরিচলানা করা যাবে না। প্রাথমিকভাবে কিছু ল্যাবের কাগজপত্র অপডেট করার সুযোগ দেয়া হয়েছে। সময়ের মধ্যে করতে না পারলে বন্ধ করে দেয়া হবে বলে জানান তিনি।