সীতাকুন্ডে আগুনে পুড়েছে বসত ঘর। সকাল ৮টায় বারৈয়াঢালা ইউনিয়নের লালা নগর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় সব হারিয়ে ৩ পরিবার নিঃস্ব হয়ে গেছে।
জানা যায়, সকালে পশ্চিম লালা নগর গ্রামের মৌলভী বাড়িতে আগুন লাগে। মুহূর্তে আগুন আশপাশে ছড়িয়ে পড়লে স্থানীয়রা নেভানোর চেষ্টা করে। কিন্তু অতিমাত্রার আগুনের কারণে চারটি ঘরের সমস্ত মালামাল পুড়ে যায় বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
তারা বলেন, একটি বসত ঘরে হঠাৎ আগুন ধরে যায়। পরে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় চারটি ঘরের সমস্ত মালামাল পুড়ে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস দল আগুন লাগার কারণ অনুসন্ধান করেছে।
এ বিষয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম পৌঁছে যায়। কিন্ত আগুনের মাত্রা বেশি হওয়ায় ঘটনাস্থলে পৌঁছার আগে সব পুড়ে গেছে বলে জানান তিনি।