আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

সীতাকুন্ডে অনুমোদনহীন পানি কারখানাকে ১ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সীতাকুন্ড : | প্রকাশের সময় : মঙ্গলবার ৬ ফেব্রুয়ারী ২০২৪ ০৫:৫২:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

সীতাকুন্ডে অনুমোদনহীন পানি কারখানাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে কুমিরা ঘাট ঘর এলাকা গড়ে উঠা পানি কারখানকে জরিমানা করা হয়। বিএসটি আই আঞ্চালিক কর্মকর্তার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহাকারী কমিশনার (ভূমি)। এ সময় অনুমোদন নিয়ে কারখানা পরিচালনার নির্দেন দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিএসটিআই কর্মকর্তা।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে নিল প্রিমিয়াম পিউর ড্রিংকিং ওয়াটার  নামের পানি কারখানাটি অনুমোদহীন ছাড়া চলে আসছিল। উত্তোলিত পানিতে অতিমাত্রার আর্সেনিক ও আয়রন থাকায় জনস্বাস্থ্যও চরম ক্ষতির সম্মুক্ষীন হচ্ছে। কোনো প্রকার পরীক্ষা ছাড়া পানি সরবরাহ হওয়ায় কারখানা সম্পর্কে জনমনে নানা প্রশ্নর জন্ম হয়।