আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

সীতাকুণ্ডে বিস্ফোরণ : সীমা অক্সিজেন প্লান্টের মালিক সান্টু গ্রেপ্তার

ইলিয়াছ ভূঁইয়া : | প্রকাশের সময় : বুধবার ১৫ মার্চ ২০২৩ ১১:৪৫:০০ পূর্বাহ্ন | উত্তর চট্টগ্রাম

 

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরিত হওয়া সীমা অক্সিজেন প্লান্টের মালিক পারভেজ উদ্দিন সান্টুকে শিল্প পুলিশের একটি ইউনিট গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (১৪ মার্চ) রাত আনুমানিক নয়টায় নগরীর হোটেল দ্য পেনিনসুলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ। তিনি বলেন সীমা অক্সিজেন প্লান্টের মালিক পারভেজ উদ্দিন সান্টুকে শিল্প পুলিশের একটি ইউনিট শহর এলাকা থেকে গ্রেপ্তার করেছে। এর আগে গত ৬ মার্চ রাত সাড়ে এগারোটায় বিস্ফোরণে নিহত আবদুল কাদেরের স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে সীমা অক্সিজেন প্লান্টের ৩ মালিকসহ (পারভেজ উদ্দিন সান্টু, মামুন উদ্দিন, আশরাফ উদ্দিন) ১৬ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলায় অন্য যাদের অভিযুক্ত করা হয়েছে তারা হলেন; প্রতিষ্ঠানের ম্যানেজার আব্দুল আলীম (৪৫), প্ল্যান্ট অপারেটর ইনচার্জ সামসুজ্জামান শিকদার (৬২), প্ল্যান্ট অপারেটর খুরশিদ আলম (৫০), প্ল্যান্ট অপারেটর সেলিম জাহান (৫৮), এক্সিকিউটিভ ডিরেক্টর মো. কামাল উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা গোলাম কিবরিয়া, কর্মকর্তা সামিউল, শান্তনু রায়, ইদ্রিস আলী, সানা উল্লাহ, সিরাজ উদ-দৌলা, রাকিবুল ও রাজীব। তবে মামলা দায়েরের এক সপ্তাহ পরও আসামীরা কেউ আটক হননি। আজ অষ্টম দিনে নগরী থেকে প্রধান আসামী সীমা গ্রুপের মালিক পারভেজ উদ্দিন সান্টুকে গ্রেপ্তার করে জেলা শিল্প পুলিশ। প্রসঙ্গত, গত ৪ মার্চ শনিবার বিকাল সাড়ে ৪টায় সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকার কেশবপুর গ্রামে সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাতজন নিহত হন। আহত হন ৩০ জন। এ ঘটনায় কারও উড়ে গেছে হাত, কারও পা। বহুজন ইতিমধ্যে পঙ্গুত্ব বরণ করেছেন। এখনও অনেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।