সারাদেশে শুরু হয়েছে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন। চার দিনের এ কর্মসূচি চলবে (শুক্রবার বন্ধ) ১৯ জুন পর্যন্ত। সারাদেশের ন্যায় সীতাকুণ্ড উপজেলায় দু'শ চল্লিশ ইপিআই কেন্দ্রে ষাট হাজার দু'শ শিশুকে খাওয়ানো হবে এ ক্যাপসুল৷ স্বাস্থ্যবিধি মেনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬-১১ মাস বয়সী শিশুদের একটি নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল ক্যাপসুল খাওয়ানো হবে।
বুধবার (১৫ জুন) সকালে আদর্শ উন্নয়ন প্রাইমারি স্কুল ইপিআাই কেন্দ্রে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন এর সভাপতিত্বে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২২ জেলা পর্যায়ে শুভ উদ্বোধন করেন সিভিল সার্জন চট্টগ্রাম ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী৷
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার শাহ আলম, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নূরুচছফা, সীতাকুণ্ড পৌরসভা ৬ নং ওয়ার্ড কাউন্সিলর দিদারুল আলম অ্যাপোলো, সীতাকুণ্ড প্রেস ক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, আদর্শ উন্নয়ন প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক ফারহানা ইসলাম প্রমুখ৷