আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

সীতাকুণ্ডে অবৈধ রিক্সা বন্ধে হাইওয়ে পুলিশের অভিযান

ইলিয়াছ ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : শনিবার ১৪ জানুয়ারী ২০২৩ ০৫:৩০:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

 

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার মহাসড়ক সহ বিভিন্ন শাখা সড়কে নিত্যদিন চলছে হাজার হাজার ব্যাটারি চালিত অটোরিকশা এবং ইজিবাইক। যদিও এইগুলো বন্ধে সরকারের সুনির্দিষ্ট দিকনির্দেশনা রয়েছে। প্রতিদিন শতশত অটোরিক্সা মহাসড়কে নিয়ন্ত্রনবিহীন চলাচলের জন্য প্রায়ই দুর্ঘটনা ঘটে এবং নিরীহ যাত্রী ও পথচারী মারা যায়। তাই নিত্য অভিযানের অংশ হিসেবে সীতাকুণ্ড উপজেলায় ব্যাটারী চালিত অবৈধ রিক্সা চলাচল বন্ধে অভিযানে নেমেছে কুমিরা হাইওয়ে পুলিশ৷ শনিবার (১৪ জানুয়ারি) সকাল থেকে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযানে বেশ কয়েকটি ব্যাটারী চালিত রিক্সা আটক করা হয়। এসম সীতাকুণ্ড উত্তরে বাজার কেয়ার হাসপাতালের সামনে থেকে এএসআই জাহিদের নেতৃত্বে কুমিরা হাইওয়ে পুলিশের একটি টিম তিনটি ব্যাটারী চালিত রিক্সাকে সারিবদ্ধ ভাবে বেধে নিয়ে যেতে দেখা যায়৷ এ ব্যাপারে কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেন বলেন, ব্যাটারী চালিত রিক্সা বন্ধে মহাসড়কে অভিযান সবসময় চলমান আছে এবং থাকবে৷ আমরা এগুলো নিয়ে গিয়ে মামলা দিয়ে দিই এরপর ফোজদার হাট সার্কেল অফিসে গিয়ে মামলা খালাস করে তারা রিকশা নিয়ে গিয়ে যায় আর হাইওয়েতে না চালানোর শর্তে৷ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা শুধু হাইওয়েতে অভিযান পরিচালনা করি, সীতাকুণ্ড বাজার ও কলেজ রোড ট্রাফিক পুলিশের আওতায় তাই সেখানে আমাদের কিছু করার নেই৷