আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

সিএনজি সমিতির নির্বাচন সম্পন্ন চন্দনাইশে

মোঃ আয়ুব মিয়াজী, চট্টগ্রাম দক্ষিণ | প্রকাশের সময় : রবিবার ৪ ডিসেম্বর ২০২২ ০৫:৪৯:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

 

চন্দনাইশ সাতঘাটিয়া পুকুরপাড় সিএনজি শ্রমিক বহুমুখী সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (০৩ ডিসেম্বর ) চন্দনাইশ সাতঘাটিয়া পুকুরপাড় সিএনজি শ্রমিক বহুমুখী সমবায় সমিতি লিঃ এর অস্থায়ী অফিস কক্ষে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ১৭২ভোটের মধ্যে ১৪০ভোট কাস্টিং হয়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন সমবায় কর্মকর্তা মোহাম্মদ ওমরফারুক। এতে সভাপতি পদে চেয়ার প্রতীক নিয়ে মোঃ শেখ আহমদ ১১০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী সভাপতি পদপ্রার্থী মোঃ শামীম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২৭ ভোট। উড়োজাহাজ প্রতীক নিয়ে সহ সভাপতি পদে মোঃ শাহাজান প্রকাশ (মাজু) ৭২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী সহ-সভাপতি পদে মোঃ মাহবুবুল আলম বই প্রতীক নিয়ে ৫৮ ভোট পেয়েছেন। মোহাম্মদ নাচির কবুতর প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আব্দুল মাজেদ প্রজাপ্রতি প্রতীক ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার প্রতিদ্বন্দ্বী মোঃ কায়সার মিয়া সম্পাদক পদে হরিণ প্রতীক ৩৭ ভোট পেয়েছেন।মোহাম্মদ আলমগীর সদস্য পদে ফুটবল প্রতীক ১১২ ভোট পেয়ে নির্বাচিত হয়। সদস্য পদে তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আবুল হোসেন ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৪২ ভোট। মোহাম্মদ আবুল মনছুর সদস্য পদে মাছ প্রতীক ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সদস্য পদে তার প্রতিদ্বন্দ্বী মোঃ পারভেজ হাতি প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬ ভোট। এদিকে সকাল থেকে ভোটকেন্দ্রে পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ভোটকেন্দ্র পরিদর্শন করেন এসআই নুরুল ইসলাম, ৪নং বরকল ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, সিএনজি সমিতির প্রধান উপদেষ্টা মোঃ কায়সার উদ্দিন, উপদেষ্টা মোঃ নুরুল আবছার। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চন্দনাইশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বলরাম চক্রবর্তী, বরমা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য নওশামিয়া মেম্বার। সমিতির সিনিয়র প্রবীণ সদস্য মোঃ নুরুল আলম।সিএনজি সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আনোয়ার হোসেন প্রতিষ্ঠাতা সম্পাদক মোঃ জয়নাল আবেদীন মোঃ বাবুল, মোঃ জসিম, গাছবাড়িয়া অটো রিক্সা চালক সমবায় সমিতির সভাপতি মো মফিজ। নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন বাদল বাবু, পদবী, দত্ত।এদিকে,সমিতির নবনির্বাচিত সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক, কোষাধক্ষ, ব্যবস্থাপনা কমিটির সদস্যরা সহ বলেন,”সমিতির সকল সদস্যদের দোয়া ও সহযোগিতায় আমরা অত্র সমিতির মানোন্নয়নে ও সদস্যদের কল্যাণে যা যা করতে হয় তা করতে বদ্ধপরিকর। সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।” সমিতির পক্ষ থেকে নির্বাচন পরিচালনায় ছিলেন,আহমদ শফি, অনিল চৌধুরী, মোঃ আলমগীর হোসেন মিন্টু, আকবর আলী,। এছাড়াও সাতঘাটিয়া পুকুর ব্যবসায়ী সমিতির, সভাপতি মোঃ রহিম উদ্দিন,সম্পাদক, সুবল দেব, সাংবাদিকসহ এলাকার বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।