আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

সাতকানিয়া সদস্য পদে নির্বাচিত আবদুল আলীম

নুরুল ইসলাম সবুজ সাতকানিয়া | প্রকাশের সময় : সোমবার ১৭ অক্টোবর ২০২২ ০৮:৩৯:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হল সোমবার (১৭ অক্টোবর) এই নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্র ও বুথে বসানো হয় সিসিটিভি ক্যামেরা। এসব ক্যামেরার মাধ্যমে নির্বাচনে ভোটগ্রহণ পর্যবেক্ষণ করা হয় ঢাকার নির্বাচন কমিশন সচিবালয় ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিস থেকে। সকাল ৯টা থেকে বিকাল ২টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে ১৪ নং ওয়ার্ড সাতকানিয়া থেকে সদস্য পদে নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল আলীম (বৈদ্যুতিক পাখা)। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ১১৭। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মনির আহমদ (তালা) পেয়েছেন ৯২ ভোট। অপর প্রার্থী গোলাম ফেরদৌস রুবেল (হাতি) পেয়েছেন ২২ ভোট। সাতকানিয়া উপজেলার ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ছিল ২৩৬টি। ঘোষিত ফলাফলে দেখা যায়, চেয়ারম্যান পদে এটিএম পেয়ারুল ইসলাম (আনারস) পেয়েছেন ২১৯ ভোট। তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী নারায়ণ রক্ষিত (সাইকেল) পেয়েছেন ১২ ভোট। অপরদিকে সংরক্ষিত মহিলা সদস্য পদে শাহিদা আক্তার জাহান (হরিণ) পেয়েছেন ১২২ ভোট। তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী সুরাইয়া খানম (বল) পেয়েছেন ৮১ ভোট দিলোয়ারা বেগম (টেবিল ঘড়ি) পেয়েছেন ১৫ ভোট,রুখসানা আকতার (দোয়াত কলম) পেয়েছেন ৮ ভোট, তাসলিমা আক্তার(বই) পেয়েছেন ৩ ভোট ও শিকু আরা বেগম (মাইক) পেয়েছেন ১ ভোট। সর্বমোট ২৩৬ ভোটের মধ্যে ২৩১ টি ভোট ভোটাররা প্রয়োগ করেছেন। সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আবু তালেব মন্ডল জানান, নির্বাচন সম্পুর্ন সিসি ক্যামেরার আওতায় সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।