আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

সাতকানিয়ায় সামাজিক সম্প্রীতি কমিটির সভা

সাতকানিয়া প্রতিনিধি | প্রকাশের সময় : বুধবার ৭ সেপ্টেম্বর ২০২২ ১০:৪২:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

সাতকানিয়া    উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল বুধবার  সাতকানিয়া উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা নির্বাহী অফিসার  ফাতেমা-তুজ-জোহরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি  মং চিংনু মারমা, উপজেলা ভাইস চেয়ারম্যান  সালাউদ্দিন হাসান চৌধুরী, থানার ওসি তদন্ত মো শফিকুল ইসলাম, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উননবী খোকন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজিম শরীফ, কেঁউচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ওসমান আলী, সদর ইউনিয়ন চেয়রাম্যান মোহাম্মদ সেলিমউদ্দিন, সদাহা ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ মোর্শেদুর রহমান, ধর্মপুরের চেয়ারম্যান  নাসিরুদ্দিন, মাদার্শার চেয়ারম্যান  আনম সেলিমউদ্দিন, মুক্তিযোদ্ধা  নীল রতন উপজেলা জামে মসজিদের ইমাম  মওলানা মোহাম্মদ ইয়াহিয়া প্রমুখ বক্তব্য রাখেন। সভায় সাতকানিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে সমাজের পীর মশায়েখ, আলেম- ওলামা,সনাতনীধর্মের সাধু-পুরোহিত,বৌদ্ধ ধর্মের ভ্রান্তে সহ বীর মুক্তিযোদ্ধা, সকল জনপ্রতিনিধি, পেশাজীবি,ছাত্র, যুব এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,  সামাজিক সম্প্রীতি কমিটির সদস্যদের নিয়ে 

 সামাজিক-সম্প্রীতি সমাবেশ করা এবং  বর্ণাঢ্য রেলি করার সিদ্ধান্ত নেয়া হয়।