আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

সাতকানিয়ায় সাংবাদিকদের সাথে চেয়ারম্যান’র মতবিনিময়

নুরুল ইসলাম সবুজ সাতকানিয়া : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৮ এপ্রিল ২০২৩ ০৫:১৯:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

 

সাতকানিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে বনফুল ও কিষোয়ান গ্রæফের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, ও উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব সি আইপি সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে বলেন আমি রাজনীতি করি মানুষের ভাগ্য উন্নয়নে জন্য মানব সেবার জন্য আমি ১৯৭২ সাল থেকে বঙ্গবন্ধু’র আদর্শ বুকে ধারণ করে আছি আগামীতে থাকব । সামনে নির্বাচন আসতেছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে নমিনেশন দেবেন তার পক্ষে কাজ করব নৌকা আমিও চাইতে পারি আমিন ভাই, ব্যারিষ্টার বিপ্লব বড়–য়া, এমপি নদভী ভাই ও চাইতে পারে সবার চাইবার অধিকার আছে। কিন্তু নৌকা উন্নয়নের পথিক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে দেশের ব্যাপক উন্নয়ন সাধিত হয় বলে উল্লেখ্য করেন গতকাল সোমবার একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে উপরোক্ত কথাগুলো বলেন তিনি আরো বলেন সাংবাদিকতা একটি মহান পেশা এই পেশায় নিয়োজিত সাংবাদিকদের জনগণের কল্যাণে কাজ ও সরকারের উন্নয়নমূলক কাজগুলো মানুষের কাছে তুলে ধরার জন্য আহ্বান জানান। সাতকানিয়ার পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের সভাপতিত্বে অনুিষ্ঠত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাতকানিয়া সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন সাবেক ব্যাংকার আয়ুর চৌধুরী সাতকানিয়ার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাইফুল ইসলাম সুমন সাধারণ সম্পাদক নবাব মিয়া রকিব এবং সাতকানিয়ার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সকল কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় ও ইফতার শেষে সাংবাদিকদের ঈদ উপহার সামগ্রি তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সি আইপি।