আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

সাতকানিয়ায় সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষন শুরু

সাতকানিয়া প্রতিনিধি। | প্রকাশের সময় : রবিবার ৯ অক্টোবর ২০২২ ০৪:০৬:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি'র) উদ্দ্যেগে সাতকানিয়া প্রেসক্লাবের সহযোগিতায় দক্ষিণ চট্টগ্রাম এর সাংবাদিকদের গতকাল রবিবার সকাল থেকে তিনদিন ব্যাপী সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে দক্ষিণ চট্টগ্রাম এর সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে । ভার্চুয়ালীযুক্ত হয়ে কর্মশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া। সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মাহফুজ-উননবী খোকন এর সঞ্চালনায় পিআইবি'র প্রশিক্ষক শেখ মজলিশ ফুয়াদের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়েলি যুক্ত হয়ে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহেদ হোসাইন । কর্মশালায় দক্ষিণ চট্টগ্রাম এর প্রায় ৩৫ জন সাংবাদিক প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।