আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

সাতকানিয়ায় মামার বাড়িতে ধর্ষণের শিকার ৭ বছরের শিশু

মোঃ আয়ুব মিয়াজী, | প্রকাশের সময় : বুধবার ৭ ডিসেম্বর ২০২২ ০৬:১২:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

 

চট্টগ্রামের সাতকানিয়াধীন পিতার জন্মস্থান কালুরঘাটে বাড়ি করার টাকা ও জায়গা না থাকায়, মামার বাড়ি খাগরিয়া ইউনিয়নের ভোরবাজার এলাকায় ৮নং ওয়ার্ড গণিপাড়ায় স্থায়ী বসবাসরত মাদ্রাসা পড়ুয়া ৭ বছরের এক শিশু কন্যা ধর্ষণের শিকার হয়েছে। পাড়াতো মামা ধর্ষণ করে বলে জানা গেছে। মঙ্গলবার (০৬ ডিসেম্বর) বিকালে মাদ্রাসা থেকে আসার সময় নাস্তা খাওয়ার ১০ (দশ) টাকা নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে সাঙ্গু নদীর পারে জনমানবহীন শিম ক্ষেতে নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষক পাড়াতো মামা সোনামিয়ার ছেলে মোঃ ইউছুপ (৪০) কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে বলে সাংবাদিকদের জানান ভিকটিম তাবাসসুম নামক শিশুটি। জানাযায়-উপজেলার খাগরিয়ার ৮নং ওয়ার্ডের কামাল উদ্দীন ড্রাইভারের কন্যা শিশু মঙ্গলবার বিকালে মাদ্রাসা থেকে আসার পথে কু-নজর পড়ে স্থানীয় প্রভাবশালী সাবেক রফিক মেম্বারের ভাই ধর্ষক মোঃ ইউছুপের। শিশুটির মা জানান-ইউছুপদের বাড়ির পেছনে ঝোঁপের ভেতরে নিয়ে মেয়েটিকে ধর্ষন করলে শিশুটির ডাকচিৎকারে লোকজন এগিয়ে আসলে তারা আমাকে জানান। আমি এই ঘটনা ফোনে রফিক মেম্বারকে জানালে ধর্ষক ইউছুপকে বুক পর্যন্ত মাটিতে গেঁথে পাথর দিয়ে আঘাত করে মেরে ফেলার প্রতিশ্রুতি দেন। কিন্তু পরে আমাকেসহ ধর্ষকের ভাই সাবেক রফিক মেম্বার বাড়িতে রাতভর আটকিয়ে রাখে যাতে ঘটনা বাইরে ফাঁস না হয়। তার ৩ মেয়ে ও ১ ছেলে নিয়ে গরীব অসহায় হিসেবে বাপের বাড়িতে থাকেন বলে জানান। চট্টগ্রাম দঃ জেলা যুবলীগের সদস্য মোঃ হাছান মাহমুদ জানান- রাতে এক প্রকার মিমাংসা হয়ে গেলেও আজ বুধবার সকালে মেয়েটির প্রচুর রক্তক্ষরণ হলে মূলত বিষয়টি প্রকাশ্যে আসে, পরে সাতকানিয়া থানার এসআই মোহাম্মদ ইকরামুজ্জামানের নেতৃত্বে একটি টীম ঘটনাস্থলে আসে এবং বিভিন্ন মিডিয়ার কর্মীরাও আসেন সংবাদ সংগ্রহে। সাতকানিয়া থানার এস আই মোহাম্মদ ইকরামুজ্জামান জনান- আমরা খবর পেয়ে ধর্ষককে গ্রেফতার করার জন্য বিভিন্ন জায়গায় তল্লাশী করি এবং গ্রেফতার অভিযান অব্যাহত আছেন। মেয়েটির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পুলিশ প্রশাসন মেয়েটিকে নিয়ে দোহাজারি স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ মেয়েটির অবস্থা আশংকাজনক উল্লেখ করে চমেক- এ রেফার করেন। স্থানীয় ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর জানান- ধর্ষক ইউচুপ একজন অত্যান্ত খারাপ চরিত্রের লোক। ইতিমধ্যে তার নামে থানায় অনেক অভিযোগ আছে। সে অনেক মেয়ের ইজ্জত নষ্ট করেছে। এলাকাবাসী এই ধর্ষক ইউসুফের ফাঁসি চাই বলে জানান। খাগরিয়া ইউ.পির ৮নং ওয়ার্ডের সদস্য মহসিন জানান- তিনি ধর্ষককে গ্রেফতার করার জন্য পুলিশ প্রশাসনকে সহযোগিতা করতেছে এবং শিশুটিকে প্রাণে বাঁচানোর জন্য চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাচ্ছেন।