মুজিব শতবর্ষ উপলক্ষে সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর প্রদান কার্যক্রমের সাতকানিয়ায় আরও ২০টি পরিবার ঘর পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে তৃতীয় পর্যায়ে (২য় ধাপে) সারা দেশে ২৬ হাজার ২২৯টি পরিবারকে জমিসহ ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘরপ্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা এর সভাপতিত্বে সকাল ১০ টায় শুরু হয়। অনুষ্ঠানে ভূমিহীন ও গৃহহীন ২০ পরিবারকে ঘরের চাবি ও জমির দলিলাধি বুঝাইয়া দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা। এসময় সাতকানিয়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন উপজেলা হিসেবে ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, উপজেলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং চিংনু মারমা, সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মাহফুজ উন নবী খোকন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব মন্ডল, মহিলা ভাইস-চেয়ারম্যান আনজুমান আরা বেগম, আমিলাইষ ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক চৌধুরী, বাজালিয়া ইউনিয়নের চেয়ারম্যান তাপস কান্তি দত্ত, সোনাকানিয়া ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন।