আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

সাতকানিয়ায় বিজয় দিবস উপলক্ষে গরীব ও দুঃস্থদের মাঝে বিজিবি-এর শীত বস্ত্র ও চিকিৎসা সেবা প্রদান

সাতকানিয়া প্রতিনিধি | প্রকাশের সময় : শনিবার ১৭ ডিসেম্বর ২০২২ ০৪:৪৯:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে যথাযথ যোগ্য মর্যাদায় এবং ভাবগম্বীর্যপূর্ণ পরিবেশে বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। উক্ত দিবসটি উদযাপন উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক দেশব্যাপী গরীব দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকাতায় ঐ দিন সকাল ৯ ঘটিকায় গরীব দুঃস্থদের মাঝে বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজ, বায়তুল ইজ্জত কর্তৃক বাস্কেট বল গ্রাউন্ড এ শীতবস্ত্র বিতরণ এবং সাতকানিয়া উপজেলা এলাকায় কেঁওচিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসা সেবসহ ঔষধ বিতরণ করা হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের ভারপ্রাপ্ত কর্নেল মো: মারুফুল আবেদীন উপস্থিত থেকে গরীব দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র এবং বিনামূল্যে চিকিৎসা সেবাসহ ঔষধ বিতরণ করেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের অন্যান্য সকল অফিসার, জুনিয়র কর্মকর্তা ও বিভিন্ন পদবীর বিজিবি সদস্যগণ উপস্থিত ছিলেন।