আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১
কেন্দ্র দখল ও ধাওয়ার মধ্য দিয়ে

সাতকানিয়ায় কোন প্রকার অঘটন ছাড়াই ভোট গ্রহণ

নুরুল ইসলাম সবুজ, সাতকানিয়া : | প্রকাশের সময় : রবিবার ৭ জানুয়ারী ২০২৪ ০৬:১৩:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

ভোর হওয়ার সাথে সাথে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট কেন্দ্রে আসতে শুরু করেছে খুব কম সংখ্যক ভোটার। গত রবিবার ৭ (জানুয়ারী) সকাল ৮টা থেকে শুরু হয়ে টানা বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। নিদিষ্ট সময়ের মধ্য কেন্দ্র দখল-বেদখল ও ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে বড় ধরনের অঘটন ছাড়াই চট্টগ্রামের সাতকানিয়ায় ভোট গ্রহন শেষ হয়েছে।

 

 

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকার ভোট কেন্দ্রগুলোতে সকাল ১০ টা পর্যন্ত ভোটার উপস্থিতি ছিল অল্প সংখ্যক। সুর্যের আলো বেডে উঠার সাথে সাথে কেন্দ্রে ভোটার উপস্থিতি কিছুটা বৃদ্ধি পেতে থাকে। উপজেলার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড চিববারি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন একই আসনের ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী ও সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবদুল মোতালেব সিআইপি। ওই কেন্দ্র প্রার্থীর নিজ কেন্দ্র হওয়ায় ভোটার উপস্থিতি তুলনামূলক দেখা মিললোও বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই কম।সাতকানিয়া উপজেলার ১৩৩ নং কেন্দ্র বারদোনা শিশু কল্যান কেন্দ্রে দেড় ঘন্টায় ভোট পড়েছে ১৫০টি। ৯৮ নং গারাংগিয়া সোনাকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য গারাংঙ্গীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব এওচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন কেন্দ্র গুলো। এদিকে বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার শিমুল কুমার পাল, বেলাল মো,চৌধুরী, হামেদ হাসান ভোটার উপস্থিতি তুলনামুলক কম স্বীকার করে জানান সকাল হতে সুষ্টভাবে ভোট গ্রহণ শুরু ও শেষ হয়েছে। সতন্ত্র প্রার্থী আবদুল মোতালেব গণমাধ্যমকে বলেন, ভোটাররা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। আমি চাই ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, কোন ধরনের মারামারি যাতে না হয়। সুষ্ঠু ভোটের মাধ্যমে সবাই আমাকে বিজয়ী করতে মুখিয়ে আছে।

 

 

 

অপরদিকে সকাল ৮টায় উপজেলার মাদার্শা  ইউনিয়নের বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও সাবেক এমপি  ড.আবু রেজা মোহাম্মদ মেজামুউদ্দি নদভী।তিনি জানান,উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বেশ কিছু ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করে দেখেছি ভোট সুষ্ঠু হয়েছে।যখন ছদাহা ইউনিয়নের ৪ আফজল নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখি বহিরাগত লোকের আগমন সেখানে শামশু প্রকাশ ব্রিকফিল্ড শামশু (৪৫)নামের একজন কে আটক করে পুলিশ। এসময়ে প্রায় ১৫ রাউন্ড ফাঁকা গুলির আওয়াজ শুনা যায়। অন্য দিকে দুপুর ১ টার দিকে ছাদাহা ৮৩ নং আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার ও অন্যানদের  লাঞ্ছিত করে ব্যালেট কেড়ে নিয়ে স্বাক্ষরবিহীন সিল মেরে বক্সে দিয়ে দে ঈগল প্রতীকের সমর্থকেরা। সুষ্ঠু ভোট হলে আমি অবশ্যই জিতব। জানতে চাইলে ছাদাহা ৮৩ নং আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ সজিব মিয়া কান্নাজডিত কণ্ঠে জানান,তাকে লাঞ্ছিত করে প্রাণনাশের হুমকি দিয়ে তার কাছ হতে ব্যালেট কেড়ে নে ঈগল সর্থকেরা এবং নৌকার এজেন্টদের বের করে দে। এসময় ও প্রায় ২ রাউন্ড ফাঁকা গুলির আওয়াজ শুনা যায় । ঘটনাস্থল হতে পুলিশ একজন ভুয়া এজেন্টকে আটক করেন। অপরদিকে পৌরসভা সাতকানিয়া মডেল হাইস্কুল কেন্দ্রের সামনে বেলা ১১.৩০ মিনিটের সময় ২ টি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে।এতে একটি বিস্ফোরণ হয় ও অপর ১ টি অবিস্ফোরণ অবস্থায় থাকে। উক্ত ঘটনায় একজন মহিলা ভোটার আহত হয়েছেন বলে এলাকাবাসী জানান। এছাড়া ভোট গ্রহন শেষ হওয়া পর্যন্ত আর কোথাও কোন বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সাতকানিয়া উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নের ১২৫৬০১ জন পুরুষ ভোটার এবং ১০৯১৮৪ জন নারী ভোটারের সমন্বয়ে সর্বমোট ২৩৪৭৮৪ জন ভোটারের ভোটাধিকার নিশ্চিত করতে ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ১০৮০ জন আনসার সদস্য, ৩০০ জন পুলিশ সদস্য, ১৬ জন র‍্যাব সদস্য, ৩ প্লাটুন ৬০ জন বিজিবি সদস্য, ৪০ জন সেনাবাহিনী সদস্য কাজ করছেন।

 

 

 

 

 

সাতকানিয়া থানার (ওসি) তদন্ত মো,আতাউল হক চৌধুরী ককটেল বিস্ফোরন এর বিষয়ের ঘটনা এলাকার কোথাও ঘটেনি বলে জানান। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস জানান,সাতকানিয়া উপজেলায় অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হয়েছে।

 

 

 

ছবির ক্যাপশন: সাতকানিয়ার মাদার্শা বাবুনগর ভোট কেন্দ্রে মহিলা ভোটারের উপস্থিতি ও ছদাহা কে. কে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটারের উপস্থিতির একাংশ।