আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

সাতকানিয়ায় উপজেলা ও পৌরসভা বিএনপির ঈদ পুনর্মিলনী

সাতকানিয়া প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৪ জুলাই ২০২২ ০৭:৩৮:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

সাতকানিয়া উপজেলা পৌরসভা বিএনপির আয়োজনে ঈদ পুনর্মিলনী খরিয়ানগর এলাকায় উদযাপন করা হয়েছে আবদু রহিমের সভাপতিত্বে মোজাম্মেল হকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য মজিবুর রহমান মুজিব চেয়ারম্যান তিনি তার আলোচনায় বলেছেন জন-আকাঙ্ক্ষার বিরুদ্ধে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে উন্নয়নের নামে লুটপাটের মাধ্যমে রাষ্ট্র কে অকার্যকর পরিণত করার অপকৌশল বিরুদ্ধে জনগণের আন্দোলন সংগ্রাম যে কোন সময়ে সুনামিতে রুপ নিতে পারে। উল্লেখ করেন আরো বলেন এখন দেখি আইনের শাসন বলতে কিছুই নেই দেশে গুম-খুন-দুর্নীতি এবং বিদেশে অর্থপাচার কোনো ভাবেই দমানো যাচ্ছে না এখানে সরকারের ব্যর্থতা। প্রধান অতিথি মজিবুর রহমান চেয়ারম্যান আরো বলেন যে যে সুফিয়ান মুস্তাক এর গংরা যে আহ্বায়ক কমিটি দিয়েছে আমার নেতা তারেক রহমান লন্ডন থেকে ধিক্কার জানিয়েছে শীঘ্রই এই কমিটি আগামী ১৫ দিনের মধ্যে পূনগঠন করা হবে যারা পূর্বে আন্দোলন সংগ্রামে রাজপথে তাদের কোন ভূমিকা ছিল না তাদেরকে দিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে এই কমিটিকে সাতকানিয়ার মানুষ অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে আমরা রাজপথে আছি থাকবো প্রতিটি আন্দোলন সংগ্রামে সরকার পতনের আন্দোলন ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে সবাইকে শামিল হওয়ার আহ্বান জানান। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোহাম্মদ শফি, বশির আহম্মদ, আবু হোসেন, জসিম উদ্দিন, কামাল উদ্দিন, মো: ফোরকান, ড. নুরুন নবী সহ অন্যান্য অথিতিবৃন্দ।