আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

সাতকানিয়ায় মোহাম্মদ ছালাম কাঞ্চনা মাদ্রাসার সভাপতি মনোনীত

সাতকানিয়া প্রতিনিধি : | প্রকাশের সময় : শুক্রবার ১৩ মে ২০২২ ১১:৪১:০০ পূর্বাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়ন এর সভাপতি ও শিক্ষানুরাগী মোহাম্মদ ছালাম বিনা প্রতিদন্দ্বীতায় সাতকানিয়ার কাঞ্চনা আনওয়ারুল উলুম আলীম মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন। 

গত বুধবার (১১ মে)মাদ্রাসা কমিটির মিটিং মোহাম্মদ ছালামকে সভাপতি মনোনীত করা হয়। তিনি আগামী ২বছরের জন্য মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য,মোহাম্মদ ছালাম উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মধ্যম কাঞ্চনার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জম্মগ্রহন করেন।তিনি দানবীর মৃত রিজিক আহমদ ও রাবিয়া বেগমের  ছেলে।

মোহাম্মদ ছালাম মাদ্রাসার সভাপতি মনোনীত হওয়ায় সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোজাম্মেল হকসহ মাদ্রাসার শিক্ষকমন্ডলী ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ  অভিনন্দন জানিয়েছেন।