সাতকানিয়ায় সাহাব উদ্দিন নামের এক যুবকের হাত পা বাধা অবস্থায় লাশ উদ্ধার করেছে সাতকানিয়া থানা পুলিশ। ২৪শে ফেব্রুয়ারী শনিবার সকাল ১০টার দিকে সাতকানিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের বণিক পাড়ার সুয়াদার ভাঙ্গার এক বাঁশ ঝোপে তার হাত পা বাধা রক্তাক্ত লাশ পাওয়া যায় বলে প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়। নিহত সাহাব উদ্দিন সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মাঝের দোকান সাঁচি পাড়া গ্রামের হাজী নুর আহমদের ছেলে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী জানায়, নিহত সাহাব উদ্দিনের ১ ছেলে ১ কন্যা রয়েছে। পেশায় সে একজন দিনমজুর। এব্যাপারে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রিটন সরকার সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এব্যাপারে সাতকানিয়া থানার কর্মরত তদন্তকারী কর্মকর্তা এস আই মোঃ শাহরিন হোসেন বলেন, ঘটনার তদন্ত চলমান রয়েছে। তদন্তের পরে পুরো ঘটনার তথ্য জানানো হবে।