আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

সাতকানিয়ায় কাউন্সিলরের উপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সাতকানিয়া : | প্রকাশের সময় : শুক্রবার ২৩ অগাস্ট ২০২৪ ০৬:০৪:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

পারিবারিক জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আরফাত উল্লাহ'র উপর বর্বরোচিত হামলার অভিযোগ ওঠেছে।

গতকাল  ২৩  আগষ্ট বিকেলে যেসাতকানিয়া পৌরসভার ভোয়ালিয়া পাড়াস্থ কাউন্সিলরের নিজ বাসভবন এ জি টাওয়ারে এ বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী সাতকানিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আরফাত উল্লাহ।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, হামলাকারী আমার মেজ ভাই মো. জহির উল্লাহ দলিল জালিয়াতি মামলার অন্যতম আসামি। আমরা বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে আমাদের পৈতৃক ও পরিবারের সকল সদস্যের জায়গার উপর একটি বহুতল ভবন নির্মাণ করেছি। সেখানে মো. জহির উল্লাহ'রও অংশ রয়েছে। কিন্তু সে তার দলবল নিয়ে আমাদের পরিবারের সবাইকে বাসা থেকে বের করে দিয়ে একাই পুরো ভবনটি দখলের অপচেষ্টা চালিয়েছে। আমি এবং আমার পরিবারের অন্যান্য সদস্যরা তাকে বাঁধা প্রদান করলে সে আমার উপর বর্বরোচিত হামলা চালিয়ে আমাকে গুরুতর আহত করে। এমনকি সে আমার সহধর্মিণীর উপরও হামলা চালিয়েছে।

তিনি আরও বলেন, সে প্রতিনিয়ত আমাকে এবং আমার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি প্রদান করছে। বর্তমানে আমি এবং আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের পরিবারের নিরাপত্তার পাশাপাশি আমার উপর বর্বরোচিত হামলার সাথে জড়িতদের শনাক্ত করে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে কাউন্সিলর মো. আরফাত উল্লাহ'র বড় ভাই মো. আমান উল্লাহসহ পরিবারের একাধিক সদস্য উপস্থিত ছিলেন।