আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

সাংবাদিক জাহেদকে শ্রমিকলীগ নেতার হুমকি

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশের সময় : বুধবার ১১ জানুয়ারী ২০২৩ ০১:০৩:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

 

গত ১০ জানুয়ারি দৈনিক সাঙ্গুতে "লোহাগাড়ার চুনতিতে পাহাড় কেটে বালু উত্তোলনের মহোৎসব" শিরোনামে সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক জাহেদকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেন লোহাগাড়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু। তিনি লোহাগাড়া সদর রশিদার পাড়া এলাকার মোজাহার আহমদ এর ছেলে। এ ঘটনায় ১০ জানুয়ারি রাতে সাংবাদিক জাহেদুল ইসলাম বাদী হয়ে নুরুল হক নুনুকে বিবাদী করে জীবনের নিরাপত্তা চেয়ে লোহাগাড়া থানায় সাধারণ ডায়েরী করেন। যার নং-৫২৯। সাধারণ ডায়েরী সু্ত্রে জানা যায়, দৈনিক সাঙ্গু পত্রিকার ৭ম পৃষ্টায় "লোহাগাড়ার চুনতিতে পাহাড় কেটে বালু উত্তোলনের মহোৎসব" শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদের জের ধরে ১০ জানুয়ারি দুপুরে শ্রমিকলীগ নেতা তার মুঠোফোনে ব্যবহৃত ০১৮৩৬-২১২২২৩ নম্বর থেকে পাহাড় কেটে বালু উত্তোলনের সংবাদ প্রকাশের কারণ জানতে চান। উক্ত সংবাদের জের ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন প্রকার অভিযান চালালে তুলে নিয়ে যাবার হুমকি দেন এবং ব্যবসা কি জানতে চান। সাংবাদিক জাহেদ বলেন, "লোহাগাড়ার চুনতিতে পাহাড় কেটে বালু উত্তোলনের মহোৎসব" শিরোনামের সংবাদের কোনখানে নুরুল হক নুনুর নাম ও সম্পৃক্ততা আছে বলে উল্লেখ করা হয়নি। বালু উত্তোলনে তিনিসহ ১৫ জনের একটি সিন্ডিকেট জড়িত আছে বলে হুংকার এবং তুলে নিয়ে যাবার হুমকি দেন। বালু উত্তোলনে কোন ক্ষতি হলে আমাকে সে সব ক্ষতিপূরণ বেঁধে রেখে আদায় করবেন বলে হুমকী দেন নুরুল হক নুনু। এদিকে, সাংবাদিক জাহেদকে হুমকি দেওয়ায় বিভিন্ন মহল নিন্দা ও প্রতিবাদ জানান। লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এঘটনায় তীব্রনিন্দা ও প্রতিবাদ জানান। নুরুল ইসলাম বলেন, সত্য লেখনী মুক্তিযোদ্ধাতে সাংবাদিকদের হুংকার দেওয়া সভ্য সমাজের নয়। সহকর্মীকে হুমকি দেওয়ার অডিও রেকর্ড শুনে খুবই মর্মাহত হয়েছি। এই ঘটনার তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অনতিবলম্বে হুমকি দাতাকে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি জোর দাবী জানান লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। দলীয় প্রভাব খাটিয়ে একজন সংবাদকর্মীকে হুমকিদাতা ব্যক্তিকে দ্রুত সময়ে গ্রেপ্তারের দাবি জানান সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান বলেন, সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক জাহেদকে হুমকি দেবার বিষয়ে লোহাগাড়া থানায় সাধারণ ডায়েরী করেছেন। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, জাহেদুল ইসলাম দৈনিক সাঙ্গু পত্রিকার স্টাফ রিপোর্টার (লোহাগাড়া), দৈনিক মানবকন্ঠ, দ্যা এশিয়ান ইয়েজ ও সিভয়েস২৪.কম এর লোহাগাড়া প্রতিনিধি। সেই সঙ্গে লোহাগাড়া প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করছেন।