সরকারি কলোনিতে অবৈধভাবে বসবাসরত ১১ পরিবারের স্থাপনা উচ্ছেদ করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
রোববার (৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের ২ নম্বর গেইটের নাছিরাবাদ সিএন্ডবি সরকারি কলোনিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, সরকারি কলোনি থেকে ১১ অবৈধ পরিবারের বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সরকারি জায়গা উদ্ধারে এ অভিযান চলমান থাকবে।