সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের সন্দ্বীপ পাবলিক হাই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বাবু গোপাল চন্দ্র দাশের অবসরজনিত বিদায় সংবর্ধনা বৃহস্পতিবার সকাল ১০টায় পাবলিক হাই স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সন্দ্বীপ পাবলিক হাই স্কুলের সহ প্রধান শিক্ষক ও স্কুলের প্রাক্তন ছাত্র মোঃ মোস্তফার সভাপতিত্বে ও পাবলিক হাই স্কুলের সহকারী শিক্ষক শাহ সেকান্দর ও মাইমুনা খানম নিপার সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি বাবু গোপাল চন্দ্র দাশ, পাবলিক হাই স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ মাইনউদ্দীন, সন্দ্বীপ উপজেলা মেডিকেল অফিসার ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ডাক্তার মোহাম্মদ উল্ল্যাহ মিজান, পাবলিক হাই স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ মোস্তফা, মগধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারজান বেগম মুক্তা, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মাস্টার সোলাইমান, ও মাস্টার নাছির উদ্দীন, সাংবাদিক চারু মিল্লাত, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুল আলম, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন সহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রাক্তন ছাত্র ছাত্রীরা বক্তব্য রাখেন।
বিদায়ী প্রধান শিক্ষক বলেন অত্র প্রতিষ্ঠানে দীর্ঘ ৩০ বছর যাবত শিক্ষকতা করছি , এ বিদ্যালয়ে আসার পর পাশের হার শতভাগে উন্নিত হয়েছে। শিক্ষার পরিবেশ ফিরে এসেছে। বক্তৃরা বলেন আজকে এ মহান শিক্ষকের বিদায় জানাতে গিয়ে কলিজা বির্দীন হয়ে যাচ্ছে। আমরা এ মহান শিক্ষকের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। পরে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক গোপাল চন্দ্র দাশ কে, সহকারী শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা বিভিন্ন উপহার প্রদান করেন। এসময় স্থানীয় এলাকাবাসী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ অত্র বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।