সন্দ্বীপ থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে থানা কম্পাউন্ডে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ওপেন হাউজ ডে'তে উপস্থিত ভুক্তভোগী জনসাধারণ সন্দ্বীপ থানার ওসির কাছে নানান বিষয়ে তাদের সমস্যার কথা তুলে ধরলে ওসি ভুক্তভোগীদের উত্থাপিত সকল সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। যাহার বাস্তবায়ন পরবর্তী মাসে অনুষ্ঠিতব্য ওপেন হাউজ ডে'তে আগত সর্বসাধারণের সামনে পর্যালোচনা করা হবে।
সন্দ্বীপ থানার এসআই আবু মুসার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সন্দ্বীপ থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোলাইমান বাদশা, বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলার সেক্রেটারি মাওলানা আবু তাহের, সন্দ্বীপ পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল বশার জিএস, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আসিফ আকতার, আবদুল বাকের, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা শাহাদাত হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক নিযুম খান, সদস্য সচিব এম এ আজিজ, চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সাধারণ সম্পাদক আশ্রাফ উল্ল্যাহ, মুছাপুর যুবদলের আহ্বায়ক আবদুল আলীম মেম্বার প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ইলিয়াছ সুমন, হাসানুজ্জামান সন্দ্বীপি, রিদোয়ানুল বারী, মাহমুদুর রহমান, নুর মোস্তফা আলী হাসান, সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।