আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

সন্দ্বীপ আসনে চূড়ান্তভাবে থাকছেন ৮ প্রার্থী

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ : | প্রকাশের সময় : রবিবার ১৭ ডিসেম্বর ২০২৩ ১০:৩৪:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮১ 

. চট্টগ্রাম ৩ সন্দ্বীপ সংসদীয় আসনে চুড়ান্ত ভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৮ প্রার্থী তারা হলেন   বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত দুই বারের নির্বাচিত সংসদ সদস্য   মাহফুজুর রহমান মিতা , স্বতন্ত্র প্রার্থী স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সভাপতি  ডাক্তার জামাল উদ্দিন চৌধুরী, জাতীয় পাটির মনোনীত উপজেলা জাতীয় পাটির সভাপতি  এম এ সালাম, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মনোনীত কেন্দ্রীয় সহ সভাপতি  নুরুল আকতার,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, এনপিপির  প্রেসিডিয়াম সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মুকতাদের আজাদ খান,বাংলাদেশ সুপ্রিম পাটির কেন্দ্রীয় নেতা  নুরুল আনোয়ার হিরণ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মোহাম্মদ উল্ল্যাহ খান, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ মনোনীত আবদুর রহিম আজাদ  

১৭ ডিসেম্বর মনোনয়ন পত্র প্রত্যহারের শেষ দিনে কোন প্রার্থী তাদের প্রার্থীতা   প্রত্যাহার না করায় আগামী ৭ জানুয়ারি ভোটযুদ্ধে অবতীর্ণ হবেন এ আট প্রার্থী। আজ  জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দের মাধ্যমে ভোট যুদ্ধে নামবেন প্রার্থীরা।

 

জাতীয় সংসদের ২৮১ চট্টগ্রাম( ৩) সন্দ্বীপ সংসদীয়  আসনে মোট ভোটার ২,৪১,৯১৪ জন কেন্দ্র সংখ্যা ৮৪ টি, ভোট মোট বুথ ৫৭২ টি।