সন্দ্বীপ উপজেলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ ( সংশোধিত ২০১৯) অমান্য করে ইট পোড়ানোর কার্যক্রম পরিচালনা করায় মেসার্স বিডিবি ব্রিকস, মেসার্স এটিটি ব্রিকস ও মেসার্স ম্যাক্স ব্রিকস এই তিনটি ইটভাটা কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করছেন সন্দ্বীপ উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মুরাদ হোসেন।
৭ ফেব্রয়ারি বুধবার এ জরিমানা করা হয়। এ সময় ইটপোড়ানো আইন অমান্য করায় বিডিবি ব্রিকসকে পঞ্চাশ হাজার টাকা, মেসার্স এটিটি ব্রিকসকে পঞ্চাশ হাজার টাকা এবং মেসার্স ম্যাক্স ব্রিকস কে সত্তর হাজার টাকা করে মোট এক লক্ষ সত্তর হাজা টাকা জরিমানা করা হয়
এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক নুর হাসান সজিব, ইন্সপেক্টর মো: মঈনুদ্দিন ফয়সল এবং সন্দ্বীপ থানার পুলিশ সদস্যরা।