দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৩ সন্দ্বীপ সংসদীয় আসনে এমপি পদপ্রার্থী ৮ জন। এদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী মাহফুজুর রহমান মিতা (নৌকা), স্বতন্ত্র প্রার্থী স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডাক্তার জামাল উদ্দিন চৌধুরী (ঈগল)। জাতীয় পাটির এম এ সালাম (লাঙ্গল) জাসদের নুরুল আকতার( মশাল) এনপিপির মুকতাদের আজাদ খান( আম) ভোটারদের কাছে পরিচিত থাকলেও বাকিরা ভোটারদের কাছে রয়েছেন অচেনা। নির্বাচনী প্রচার শুরুর ৬ষ্ট দিনে জমে উঠেছে প্রচার-প্রচারণা। নির্বাচন সামনে রেখে অলিগলি ছেয়ে গেছে প্রার্থীদের পোস্টারে, চলছে গণসংযোগ।পোস্টার ও মাইকিংয়ে সরগরম হয়ে উঠেছে গ্রাম গঞ্জ।
পোস্টার-ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে দ্বীপের অলিগলি থেকে রাজপথ। মহল্লার চায়ের টেবিল থেকে শুরু করে অফিস সবখানেই আলোচনা আসন্ন নির্বাচনের ভোট নিয়ে। এর মধ্যে শুরু হয়ে গেছে প্রচারণা, সরজমিনে দেখা গেছে বিভিন্ন বয়সের কর্মীরা ব্যানার-পোস্টার টাঙ্গানোয় ব্যস্ত।
রবিবার (২৪ ডিসেম্বর ) সকাল থেকে আওয়ামী লীগের প্রার্থী মাহফুজুর রহমান মিতা মগধরা গণসংযোগ ও পথসভায় লিফলেট বিতরণ করেছেন ভোটারদের মাঝে, দিয়েছেন উন্নয়নের প্রতিশ্রুতি। অন্য দিকে স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডাক্তার জামাল উদ্দিন চৌধুরী (ঈগল) প্রতিকের স্বতন্ত্র প্রার্থী সন্তোষপুরে গণসংযোগ পথাসভায় বক্তব্য রাখেছেন ও ভোটারের নানা প্রতিশ্রুতি দিয়েছেন। জাতীয় পাটির প্রার্থী এম এ সালাম কালাপানিয়া আকাশি তলা বুদার পুকুর সহ কালাপানিয়া বিভিন্ন ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত সময় পাড় করেছেন। এদিকে জাসদের প্রার্থী নুরুল আকতার সকাল থেকে আকবর হাট এলাকায় গণসংযোগ করে সন্ধ্যায় উপজেলা কমপ্লেক্স সেনের হাট তালতলীতে মশাল মিছিল করছেন। পাশাপাশি অন্য প্রার্থী এনপিপির মুকতাদের আজাদ খানের লিফলেট বিতরণ চোখে পড়লে, বাংলাদেশ সুপ্রীম পাটির প্রার্থী নুরুল আনোয়ার হিরণ, ইসলামী ফ্রন্টের প্রার্থী মোহাম্মদ উল্লাহ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আবদুর রহিম আদাদের দক্ষিণ সন্দ্বীপের কিছু পোস্টার চোখে পড়ছে।
এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সর্বমহলে উৎকন্ঠা বিরাজ করছে, কি হবে আগামী ৭ তারিখের নির্বাচনে।পাড়া মহল্লায় ও দেখা গেছে নির্বাচনে আমেজ তবে আ,লীগের প্রার্থীর পাশাপাশি ৯ম জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার জামাল উদ্দিন চৌধুরী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী থাকায় ভোটারদের মাঝে যেন উৎসব আমেজ বিরাজ করছে তেমন রয়েছে উৎকন্ঠা। কারণ প্রচারনার পর দিন থেকে বিচ্ছিন্ন কিছু ঘটনা ইতিমধ্যে ঘটেছে পাল্টা পাল্টি মামলা ও হয়েছে।