সন্দ্বীপ উপজেলার প্রধান ব্যস্ততম সড়ক গুপ্তছড়া সড়ক এ সড়ক গুপ্তছড়াঘাট টু সন্দ্বীপ টাউন কমপ্লেক্সমুখী হওয়ায় রোডে প্রতিদিন বাড়ছে মানুষ আর যানবাহনের ভিড়। এছাড়াও ব্যবসায়ী, স্কুল-কলেজ ও অফিসগামী মানুষের ব্যস্ততা তো রয়েছেই। ব্যস্ত মানুষদের চাহিদা পূরণে সময়ের সঙ্গে বেড়েছে যানবাহনও এসব যানের মধ্যে ট্রাক (চাষাবাদে ব্যবহৃত পাওয়ার ট্রেলার গাড়ি) মোটর বাইক, ব্যাটারিচালিত রিক্সা, সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন ভ্যানগাড়ি অন্যতম।সঠিক ট্রাফিক আইন ও ট্রাফিক পুলিশ না থাকায় প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত থাকে তীব্র যানজট। ফলে ঘাটমুখী মানুষ, শিক্ষার্থী ও অফিসগামীদের পড়তে হচ্ছে বিপাকে।পাশাপাশি বাড়ছে মারাত্মক সড়ক দুর্ঘটনা।
২০ জানুয়ারী শনিবার অফিস বন্ধের দিন ও সন্দ্বীপের প্রাণ কেন্দ্র এনাম নাহার মোড়ে বেলা ১ টায় দেখা যায় সারি সারি গাড়ি তীব্র যানজট। কমপ্লেক্স হয়ে বশিরিয়া মাদ্রাসা গেইট পর্যন্ত থেমে থেমে যানজটে স্থবির হয়ে পড়ে পুরো সদরের এ প্রধান সড়কটি দুপুর দেড়টার সময়ে সেনের হাটের মোড় থেকে দক্ষিণ এবি হাই স্কুলের মোড়ে পূর্বে আবহাওয়া অফিস পর্যন্ত যানজটে তিল ধরনের চলার কোন পথ ছিল না। অনেকে মনে করেন যে মূলত এনাম নাহার মোড়ে কোন ধরনের মাছ বাজার বসার অনুমতি নেই প্রশাসনের, সকাল থেকে এ মোড়ে ২০/৩০ জন মাছ ব্যবসায়ী দেদার ছে মাছ বিক্রি করে চলেছেন। অভিযোগ রয়েছে একটি সিন্ডিকেট মাছ ব্যবসায়ীদের কাছে প্রতিদিন টাকা তুলে নিচ্ছেন তাদের কে বসার অনুমতি দিচ্ছেন। এ কারণে মুলত যানজট।
এ যানজট,অপ্রশস্ত রাস্তা, অদক্ষ চালক, অনুমোদনহীন মালগাড়ির দৌরাত্ম্যে বেড়েই চলছে এ সড়কে দুর্ঘটনা। কিন্তু ট্রাফিক সমস্যা রোধে নেই ট্রাফিক আইন, নেই ট্রাফিক পুলিশ। বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে কথা বলে জানা যায় তারা এ সড়কে বিশৃঙ্খলা দুর্ভোগ ভোগান্তি কমাতে ট্রাফিক পুলিশ নিয়োগ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
সন্দ্বীপ শহর ও এনাম নাহার মোড় শিবের হাট আকবর হাট এখন লাইসেন্স বিহীন গাড়ি অটোরিকশা, ব্যাটারি চালিত রিক্সা, টেক্সী, ট্রলি, ট্রাকের দখলে এসব গাড়ির বাস্তবে কোন লাইসেন্স নেই, অটোরিকশা চলাচলের কোন নিয়ন্ত্রণ না থাকায় দেলোয়ার খা সড়ক ও গুপ্তছড়া সড়কে চলা এখন দায়। বিভিন্ন ভাষ্য অনুযায়ী সন্দ্বীপ শহরে এখন এক হাজারের উপরে অটোরিকশা ও সাত থেকে আটশত চার্জার রিক্সা রয়েছে। ট্রাক ট্রালির সংখ্যা কত তা পরিসংখ্যান নেই।এসব গাড়ির চালকদের নেই কোন লাইসেন্স। রাস্তায় নেই কো ট্রাফিক সিগন্যাল নেই কোন ট্রাফক বিভাগ। যত্র তত্র হচ্ছে গাড়ি পার্কিং রাস্তার অবস্থা ও বেহাল এ অবস্থা থেকে উত্তরণ চাই সন্দ্বীপ বাসী।