আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

সন্দ্বীপে গভীর রাতে ডাকাতির ঘটনায় আহত রাকিব হাসপাতালে কাতরাচ্ছেন

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ : | প্রকাশের সময় : বুধবার ১৪ ফেব্রুয়ারী ২০২৪ ০৫:১১:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

গত ১২ ফেব্রয়ারি  রাত তিনটার সময় সন্দ্বীপ উপজেলার  মগধরা ৩ নং ওয়ার্ড বাংলা বাজার থেকে পূর্ব দিকে রাস্তার মধ্যেবর্তী স্হানে  মানিক সওদাগরের বাড়ির রাস্তায়  ডাকাতদের হামলার শিকার  রাকিব বর্তমানে চট্টগ্রাম ডেল্টা হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। ডাকাতদের হামলায় আহত রাকিবের ওটিতে অপারেশন হলে ও তিনি এখনো ঝুঁকিমুক্তনন। 

 জানা গেছে  রাকিব রবি টেলিকমের এসআর পদে চাকরি করছেন  তার পিতা ৩ নং ওয়ার্ডে একটি মুদির দোকানদার।  রাকিব প্রতিদিনের মতো ঐ দোকানে রাতে ঘুমালে রাত তিনটার দিকে ডাকাত দল তাদের দোকান ভেঙ্গে ভিতরে ঢুকে তার থেকে রবি টেলিকমের টাকা চাইতে থাকে এবং সে টাকা দিতে রাজি না হলে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন এবং তাকে জবাই করে দেওয়ার জন্য উদ্ধত হই ডাকাতেরা পরে রাকিবের  চিৎকারে  মা ঘটনাস্থলে এসে গেলে ডাকাতেরা দোকানের  টাকা, মোবাইল ও অন্যান্য জিনিস পত্র  নিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিক ভাবে তাকে দ্রুত   স্থানীয় সন্দ্বীপ মেডিকেল  সেন্টারে নিয়ে গেলে  কতৃব্যরত ডাক্তারেরা উন্নত চিকিৎসার জন্য  চট্টগ্রাম মেডিকেল কলেজ  নিয়ে যেতে বলে।  স্থানীয় লোকজনের বরাত দিয়ে জানা যায়  এলাকার চিহ্নিত কয়েকজন ডাকাত ঐ এলাকায় কয়েকদিন ধরে বিচরণ করতে থাকে।

রাবিকের বাবা মোঃ মানিক( ৬৫) জানান ঘটনার রাতে আমি চট্টগ্রাম ছিলাম, আমার স্ত্রী তাৎক্ষণিক না আসলে ডাকাতেরা আমার ছেলে কে মেরে ফেলত, ডাকাতেরা রাকিব কে মাথা থেতলে দিয়েছে, নাকি জখম করছ হাত ভেঙ্গে দিয়েছে, আমার এখন পর্যন্ত ৭০ হাজার টাকা খরচ হয়েছে, বাকি চিকিৎসা কেমনে করব আমি এ নিয়ে দুঃচিন্তায আছি। আমার ছেলের জ্ঞান ফেরার পর বলেছে ডাকাতদের একজন কে চিনতে পেরেছে, সে সুস্থ হলে আপনাদের জানাব। 

উল্লেখ্য মগধরা ৩ নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে অনেকগুলো চোর- ডাকাত বিচরণ ও বসবাস করে আসছে অনেকবার তাদের প্রশাসনের  ধরিয়ে দেয়া হলেও তারা স্থানীয় প্রভাবে মুক্ত হয়ে আবার চুরি - ডাকাতি করতে থাকে। এ বিষয়ে জানতে চাইলে সন্দ্বীপ থানার ওসি তদন্তের মোবাইল সংযোগ পাওয়া যায় নি।