আজ বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ঠা পৌষ ১৪৩১

সন্দ্বীপে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ: | প্রকাশের সময় : সোমবার ৯ ডিসেম্বর ২০২৪ ০৯:১২:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা এ প্রতিপাদ্য নিয়ে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪ উদযাপিত হয়েছে। ৯ ডিসেম্বর সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উড়ানোর মধ্য দিয়ে কর্মসূচীর শুরু করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা জাতীয় পতাকা এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাক্তার ফজলুল করিম ও সাধারণ সম্পাদক শাহ আকবর হেলাল দুদক পতাকা উত্তোলন করেন। পরে এ উপলক্ষে র‌্যালি ও উপজেলা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বৃন্দ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশগ্রহণ করেন। পরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা দুর্নীতি দমন কমিশনের সদস্য মাস্টার এ কে ফজলুল করিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা। মুখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম ২ এর উপসহকারী পরিচালক মো. আবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ হোসেন, কৃষি ব্যাংক ব্যবস্থাপক আক্তারুজ্জামান সুজন, সাব ইন্সপেক্টর মুন কুমার সাহা, নিজেরা করি সন্দ্বীপ অঞ্চলের প্রধান মতিয়ার রহমান, সাংবাদিক ইলিয়াছ সুমন প্রমুখ।