আজ শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

সন্দ্বীপে আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ : | প্রকাশের সময় : শনিবার ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:২৪:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন   সন্দ্বীপ উপজেলা  শাখার উদ্যোগে শিক্ষক সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, পূর্ণাঙ্গ পেনশন, উৎসব ভাতা, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতাসহ শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায়  মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ের এ সমাবেশ  অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন  সন্দ্বীপ উপজেলা  শাখার সভাপতি মাওলানা সোলাইমান চৌধুরীর সভাপতিত্বে ও মগধরা কলেজের প্রভাষক মহিউদ্দিনের  সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি আলাউদ্দিন শিকদার । প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ নুর নবী। 

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- যথাক্রমে  বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের চট্টগ্রাম উত্তর জেলা শাখার মাধ্যমিক বিভাগের সভাপতি মোঃ মিজানুর রহমান। আর্দশ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলার সহকারী সেক্রেটারি খায়ের উদ্দিন সোহেল , সন্দ্বীপ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ, 

আরো আরো বক্তব্য রাখেন- সন্তোষপুর আদর্শ আলিম  মাদ্রাসার সুপার মাওলানা হালিম উল্ল্যাহ, উত্তর সন্দ্বীপ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশারফ হোসেন, প্রভাষক শাহীন উদ্দিন,  সাতঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল উদ্দিন, চৌকাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আইয়ুব আলী, বিশিষ্ট আলমেদীন ও শিক্ষাবিদ মাওলানা আবু তাহের,  মাস্টার বেলাল উদ্দিন, মাহমুদউল্লাহ সাইদি প্রমুখ। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আগামী (২৪-২৬)  বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সন্দ্বীপ উপজেলা শাখার জন্য মাওলানা সোলাইমান চৌধুরী কে সভাপতি ও পূর্ব বাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  রবিউল মাওলাকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে। এবং শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে । 

অনুষ্ঠানে সন্দ্বীপের বিভিন্ন কলেজ মাধ্যমিক প্রাথমিক মাদ্রাসা ও কাওমী মাদ্রাসার শিক্ষক বৃন্দরা উপস্থিত ছিলেন।