আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১
১৫ ফেব্রয়ারি শুরু এসএসসি সমমানের পরিক্ষা

সন্দ্বীপে আটটি কেন্দ্রে এস এস সি ও সমমানের পরিক্ষার্থী ৩৬৮৭

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারী ২০২৪ ০৬:০০:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

আগামী বৃহস্পতিবার  ১৫ ফেব্রয়ারি  শুরু হতে যাচ্ছে  সারা দেশের ন্যায় চট্টগ্রাম শিক্ষা  বোর্ডের অধিনে সন্দ্বীপ উপজেলার এস এস সি ও সমমানের পরিক্ষা। এতে অংশ নিচ্ছে ২৮ টি মাধ্যমিক বিদ্যালয়, ১০ টি দাখিল মাদ্রাসা ও ১ টি ভোকেশনাল স্কুলের  ৩ হাজার ৬৮৭ জন পরিক্ষার্থী। মোট আটটি কেন্দ্রে এ  পরিক্ষা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে কেন্দ্র কেন্দ্রে পাঠানো হয়েছে পরিক্ষার খাতা পত্র। ১৫ ফেব্রয়ারি  থেকে শুরু হতে যাওয়া এ পরিক্ষা চলবে ১২ মার্চ  পর্যন্ত। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে যেমনি  ভাবে এ বছর এস এস সি ও সমমানের পরিক্ষার্থী কমচে তার থেকে  

 সন্দ্বীপ ও বাহির সন্দ্বীপে  এবার পরিক্ষার্থী কমছে । গত বছরের তুলনায় এবার পরিক্ষার্থী কমছে  ৩৬৬ জন। গতবছর পরিক্ষার্থী ছিল ৪০৫৩ জন।  আটটি কেন্দ্রে এখন চলছে শেষ মুহূর্তের আসন বসানোর কাজ, পরিক্ষা চলাকালে প্রশ্নপত্র ফাঁস ও গুজব ছড়ানোর বিরুদ্ধে কঠোর নজরদারিতে রয়েছে কতৃপক্ষ।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায় সন্দ্বীপ উপজেলার আটটি কেন্দ্রের মধ্যে এস এস সির ৬ টি কেন্দ্র , ৩ হাজার ০৫ জন, দাখিলের ১ টি কেন্দ্র ৫২৩ জন, এস এস সি ভোকশনালের ১ টি কেন্দ্রে ১৫৯ জন পরিক্ষার্থী এবারের পরিক্ষায় অংশ গ্রহন করবে। এস এস সি ৬ টি কেন্দ্রের মধ্যে কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৫২ জন, আবেদা ফয়েজ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৩৫ জন, সন্তোষপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫০৮ জন, একে একাডেমির গাছুয়া কেন্দ্রে ৩৩১ জন, মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৩১ জন, মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৫৮ জন, দাখিলের ১ টি কেন্দ্রে বশিরিয়া আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৫২৩জন, এ ছাড়া ভোকেশনালের এক মাত্র কেন্দ্রে ১৫৯ জন পরিক্ষায় অংশ গ্রহন করবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল আজম বলেন ১৫ ফেব্রয়ারি  এস এস সি ও সমমানের পরিক্ষা শুরু হবে, পরিক্ষায় যাবতীয় প্রস্ততি শেষ পথে এখন বেঞ্চ বসানোর কাজ চলছে, এবং সকল প্রকার পদক্ষেপ গ্রহন করা হয়েছে। নির্ধারিত ৩০ মিনিট আগে পরিক্ষার্থীদের পরিক্ষার হলে আসতে হবে। 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোরশেদ আলম চৌধুরী  দৈনিক সাঙ্গু কে বলেন পরিক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা বলবৎ থাকবে, পরিক্ষায় সার্বিক নিরাপত্তার জন্য আইন শৃংখলা বাহিনী ও ম্যাজিস্ট্রেট নিয়েজিত থাকবে। এ ছাড়া মন্ত্রনালয়ের নির্দেশনা