স্বপ্ন পূরণ বিডি অনলাইন ক্বেরাত প্রতিযোগিতায় সারা দেশে ৩য় স্থান অর্জন করায় খন্দকিয়া দারুল কুরআন ইসলামী একাডেমির ২য় শ্রেনীর কৃতি শিশু শিক্ষার্থী ওয়াফসির আরবকে মাদরাসার পক্ষ থেকে সংবর্ধনা ও বার্ষিক পরিক্ষায় উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দুপুরে মাদরাসা প্রাঙ্গনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
উক্ত সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একাডেমীর পরিচালক আলহাজ্ব বদরুদ্দোজা চৌধুরীর সভাপতিত্বে ও মাদরাসার সিনিয়র শিক্ষক মাও. এরশাদ চৌধুরীর সঞ্চালনায় নসিহত পেশ করেন খন্দকিয়া কাশেফুল উলুম মাদরাসার সহকারী পরিচালক মাও আবদুল জব্বার।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ মোঃ জাহাঙীর চৌধুরী,মোঃলোকমান
চৌধুরী,মাও মনির মাহমুদ চৌধুরী,মোঃসেলিম,মোঃউসমান ফারুক আয়াত,মোঃ ওমর আলী (প্রবাসী)মোঃআমিন, মোঃনজরুল ইসলাম,মাদরাসার সিনিয়র শিক্ষক মাও. আবদুল কাদের ফয়জী,মাও.জয়নাল আবেদীন হোসাইন,হাফেজ নাইম উদ্দিন,মাও মাহমুদুল হাসান,মাও হাফেজ ওসমান সহ সংবর্ধিত শিক্ষার্থীর মা আরব টয়েস এর স্বত্বাধিকারী শিরিন তাজ বেগম।
দীর্ঘদিন ধরে এ প্রতিষ্ঠানটি নুরানী পদ্ধতিতে কোমলমতি শিশুদের আরবীর পাশাপাশি নৈতিক শিক্ষারও ব্যাপক ভুমিকা রেখেছে।যার কারনে অভিভাবকগন সন্তুষ্টি প্রকাশ করেন।