এড.ইমরান হোসেন বাবু বলেন, শিক্ষার মানোন্নয়নে পরিচালনা পরিষদ,শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে কাজ করতে হবে। শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের যেমন দায়িত্ব রয়েছে তেমনি অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে। তাই অভিভাবকদের নিজ সন্তানদের প্রতিভা অন্বেষণে নিবিড় পর্যবেক্ষণ ও তদারকি অতীব প্রয়োজন। সোমবার দুপুরে আনোয়ারায় বটতলী শাহ মোহছেন আউলিয়া(রহঃ) উচ্চ বিদ্যালয়ে লেখাপড়ার মানোন্নয়নের জন্য এক অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির সহকারী একান্ত সচিব এডভোকেট ইমরান হোসেন বাবু একথা বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আবদুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের দাতা সদস্য ও বটতলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শাহাবুদ্দীন, শিক্ষানুরাগী সদস্য তারেক চৌধুরী, অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম, নরুল আবছার, এস এম কামরুল ইসলাম, জসিম উদ্দিন, ফাতিমা বেগম, বিদ্যালয়ের শিক্ষক বিজেন কান্তি চৌধুরী, রোকেয়া বেগমসহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে অভিভাবকরা শিক্ষার্থীদের লেখা পড়ার মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ প্রদান কের। এসময় সব ধরনের সমস্যা সমাধনসহ অভিভাবকদের বিদ্যালয়ের প্রতি আন্তরিক ভুমিকা রাখার অনুরোদ জানান।