মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে আশা এনজিওর প্রতিষ্টাতার মোঃ সফিকুল হক চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১২ই ফেব্রুয়ারী সকাল ৯ টায় আশা (এনজিও) শাপলাপুর স্বাস্থ্যসেবা কেন্দ্রের আয়োজনে মহেশখালীর রিজিওনাল ম্যানেজার মোঃ ইউসুফের সভাপতিত্বে আশা(এনজিও) শাপলাপুর শাখার ম্যানেজার পিপুল কুমার ঘোষের পরিচালনায় অনুষ্ঠিত হয়। ফ্রি-মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সদস্য মুক্তিযোদ্ধা মৌলানা ওসমান গণী, শাপলাপুর ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ নুরুল আলম, শাপলাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহাব উদ্দিন মাহমুদ, শাপলাপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব ও শাপলাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা নুর মোহাম্মদ, ডাঃ সাজ্জাদুল ইসলাম, আশা শাপলাপুর শাখার এবিএম মোঃ ছৈয়দুল ইসলাম। এছাড়াও আশা(এনজিও) শাপলাপুর স্বাস্থ্যসেবা কেন্দ্রের স্বাস্থ্য সহকারী সহ স্থানীয় নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।