চট্টগ্রামের লোহাগাড়ায় ৫শ পিস ইয়াবা ট্যাবলেটসহ চকরিয়ার দু’যুবককে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। এসময় পাচার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেন।
আটককৃতরা হলেন- কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাং আজিজনগর কলাতলি এলাকার মো.জাহাঙ্গীর আলম এর ছেলে মো. বেলাল (২৬) ও একই উপজেলার হারবাং পহরচান্দা ৮নং ওয়ার্ড এলাকার মকবুল আহমদ এর ছেলে মো. রিদওয়ান (৩১)।
১৬ জুলাই ভোররাতে উপজেলার চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চট্টগ্রামমূখি মোটরসাইকেলকে থামিয়ে তল্লাশী চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ২ ইয়াবা পাচারকারীকে ৫শ পিস ইয়াবা সহ আটক করেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে একইদিন আদালতে সোপর্দ করা হয়েছে।