আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

লোহাগাড়ায় ৪১ লক্ষ টাকার সিগারেট জব্দ, আটক ২

নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া: | প্রকাশের সময় : শুক্রবার ২৯ জুলাই ২০২২ ০৮:৫৯:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

কাভার্ডভ্যান যোগে বিদেশি সিগারেট পাচারকালে ৪১ লাখ্ষ টাকার সিগারেট জব্দ করেছে লোহাগাড়া থানা পুলিশ। পাচারের সাথে জড়িত ২ ব্যক্তিকেও আটক করা হয়েছে।

 

গত (বৃহস্পতিবার) রাতে এসআই উপজেলা ভূমি অফিসের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

 

আটককৃতরা হল  যশোর কাশিমপুর নুরপুর এলাকার কোবাদ আলীর পুত্র আরব আলী(২৮) এবং ফেনীর পরশুনাম থানার নবাব বাজার এলাকার সিরাজ মিয়ার পুত্র আনিস হোসেন সাগর (১৯)।

 

লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে এসআই মোজাম্মেল হকের সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

 

থানা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাভার্ড ভ্যান গাড়ি থামিয়ে তল্লাশি চালিয়ে ১৬টি প্লাস্টিকের বস্তা সিগারেট সহ ২ জনকে আটক করা হয়েছে। ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

 

লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান জানান, প্রায় ৪১ লাক্ষ টাকার বিপুল পরিমান সিগারেট জব্দ করা হয়েছে। দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামালা রুজু করে শুক্রবার সকালে আদালতে সোপর্দ করা হয়ছে।