আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১
মেয়াদোত্তীর্ণ কোল্ড ড্রিংস ও নিষিদ্ধ পণ্য রাখার

লোহাগাড়ায় ২ ব্যাবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২ ফেব্রুয়ারী ২০২৩ ১১:১৫:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

 

লোহাগাড়ায় দোকানে মেয়াদোত্তীর্ণ কোল্ড ড্রিংস ও নিষিদ্ধ পণ্য রাখার অপরাধে ২ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২ ফেব্রæয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা অফিসার শরীফ উল্যাহ। এসময় লোহাগাড়া থানার ওসআই সাইদেুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন। জরিমানা আদায়কৃতরা লোহাগাড়ার আমিরাবাদ স্কুল রোডস্থ ইলিয়াস স্টোরের মালিক ১৫ হাজার টাকা, মাস্টার হাটস্থ চিতা মার্কেটে ইলিয়াম স্টোরের মালিককে ১০ হাজার টাকাসহ মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা অফিসার শরীফ উল্যাহ বলেন, উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযানের একটি অংশ বাজার নিয়ন্ত্রণ। বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ কোল্ড ড্রিংস ও নিষিদ্ধ পণ্য দোকানে রাখা ও বিক্রির অপরাধে ভ্রাম্যমসাণ আদালত পরিচালনা করে ২ ব্যবসায়ীর কাছ থেকে ২৫ হাজার টাকা জরিমানা করা আদায় করা হয়েছে। জনস্বার্থে ও জনসচেতনতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।